IMD Weather Forecast: দানবিক শক্তিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, বাংলাতে তোলপাড় ফেলা প্রভাব, কবে, কোথায় ল্যান্ডফল?

Kolkata Weather Today: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Kolkata Weather Today: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Dana: কালীপুজোর আগে বাংলায় ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি

প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

cyclonic storm Updates:বঙ্গোপসাগরে মরসুমের প্রথম ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে অত শক্তিশালী এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। যার প্রভাব পড়বে বাংলাতেও। হাওয়ার গতিবেগ থাকতে পারে  ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ইতিমধ্যেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ‘রেড’ ও ‘অরেঞ্জ’ অ্যালার্ট জারি করা হয়েছে। রবিবার থেকেই উত্তর তামিলনাড়ু, কেরল, পুদুচেরি এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে প্রবল বৃষ্টিপাত। 

Advertisment

আরও পড়ুন- কার্বাইড গানে কেলেঙ্কারি এবার বঙ্গে, দৃষ্টিশক্তি হারাতে বসেছে বাংলার একাধিক তরুণ-কিশোর

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অতশক্তিশালী  ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার জারি করা বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ক্রমে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে। রবিবারের মধ্যে এই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।  সোমবার সকাল নাগাদ সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও সম্ভাবনা রয়েছে।

Advertisment

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, “পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির পক্ষে অনুকূল। এখন ঘূর্ণিঝড়ের শক্তি ও দিকনির্দেশই ঠিক করবে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ও প্রভাব কতটা হবে।”

আরও পড়ুন-একের পর এক সরকারি হাসপাতালে নারী নিগ্রহ, ক্ষোভ উগরে একগুচ্ছ দাওয়াই মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। এদিন থেকেই সমুদ্রে বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তা ৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা গভীর সমুদ্রে আছেন, তাঁদের সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

আরও পড়ুন- ফের সরকারি হাসপাতালে ধুন্ধমার, মহিলা নার্সিং স্টাফকে হেনস্থা, মারধর-ভাঙচুরে উত্তাল পরিস্থিতি

 কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। ওই সময়ে বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই এই তিন দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Alipore Weather Office weather IMD Kolkata IMD cyclone