Kolkata Court RG Kar Doctor Rape and Murder Case Verdict:আরজি কর (RG Kar) কাণ্ডে শিয়ালদা আদালতের বিচারকের রায় নিয়ে খুশি নন চিকিৎসকদের বড় অংশ থেকে সাধারণ মানুষের একাংশ। এদিন রায়ের প্রতিবাদে শিয়ালদা থেকে মৌলালি পর্যন্ত মিছিল করেন চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট দাবি করছেন, এই ঘটনায় একা সঞ্জয় রায় (Sanjay Roy) দোষী নয়। আরও একাধিক ব্যক্তি আরজি করের ঘটনায় জড়িত। সঠিক বিচারের দাবিতে ফের জোরদার আন্দোলন শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসক সংগঠন, অভয়া মঞ্চ সহ সাধারণ মানুষের বড় অংশ।
শনিবার ১২ মিনিটের শুনানি পর্বে শিয়ালদা আদালতের বিচারক অনির্বান দাস সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন। সোমবার সাজা ঘোষণা করবে আদালত। এদিকে এই রায় নিয়ে চিকিৎসক সংগঠনগুলি হতাশ। তাঁরা জানিয়ে দিয়েছে, সঠিক বিচার না হওয়া পর্যন্ত পথেই থাকবেন। এদিন শিয়ালদা আদালতের বাইরে শুধু চিকিৎসকরা নয়, সাধারণ মানুষও ভিড় জমান। রায় ঘোষণার পরও দীর্ঘক্ষণ তাঁরা সেখানে ছিলেন। এই রায়ের পর চিকিৎসকদের মতো সাধারণ মানুষও হতাশা ব্যক্ত করেছেন।
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস-এর সেক্রেটারি ডাঃ মানস গুমটা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "অভয়ার মামলা ক্রমশ প্রহসনে পরিণত হচ্ছে। বিজ্ঞান বলছে ওই ঘরে ক্রাইম সিন হওয়ার সম্ভাবনা নেই। সেন্ট্রাল ফরেন্সিকের রিপোর্টেরও সাযুজ্য থাকছে না। তার কোনও উল্লেখ হল না। মামলার রায়ের জন্য মানুষ উদগ্রীব ছিল। কিন্তু এসব মামলায় না উঠে আসায় আমাদের মতো সকলের হতাশা, ক্ষোভ ও রাগের উদ্রেক হচ্ছে। এমন রায়ের ফলে তদন্তকারী সংস্থা ও আদালতের ওপর আস্থা চলে যাবে। কোথাও না কোথাও গোপন বোঝাপড়া হয়েছে বা তথ্য লোপাট হয়েছে।"
আরও পড়ুন- RG Kar Doctor Murder Case Verdict Live Updates: দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমেই সাজা ঘোষণা
প্রথম থেকেই আন্দোলনকারী চিকিৎসকদের দাবি ছিল তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় একা দোষী নয়। বাকি দোষীদের গ্রেফতারের দাবিতে কলকাতার রাজপথ উত্তাল হয়েছে। রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। চিকিৎসক মানস গুমটা বলেন, "কোনও একজন ব্যক্তির পক্ষে ওই ঘটনা ঘটানো সম্ভম নয়। প্রথম থেকে আত্মহত্যা, ভুল তথ্য দেওয়া, রাতে এফআইআর, দেওয়াল ভেঙে দেওয়া, হামলা এমন নানা ঘটনা ঘটেছে প্রমাণ লোপাটের জন্য। এসব কিছুই বিচার প্রক্রিয়ায় হাইলাইটেড হল না। সিবিআইয়ের রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, বিচলিত হচ্ছি। তা প্রতিফলিত হল না। এই রায় আমরা মেনে নিতে পারছি না। অভয়ার বাবা-মায়ের মতো আমাদেরও একাধিক প্রশ্ন আছে। সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে।"
আরও পড়ুন- RG Kar Doctor Murder Case Verdict:'আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি', আদালতে চিৎকার সঞ্জয়ের