Advertisment

RG Kar Doctor Murder Case Verdict:'আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি', আদালতে চিৎকার সঞ্জয়ের

RG Kar Doctor Rape and Murder Case Verdict: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আগামী সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক।

author-image
IE Bangla Web Desk
New Update
rg kar case, rg kar case latest news, rg kar case verdict, kolkata rg kar case, kolkata rg kar case news,sanjoy roy,আরজি কর কাণ্ডের রায়,সঞ্জয় রায়

RG Kar Doctor Rape and Murder Case Verdict: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়।

Kolkata Court RG Kar Doctor Rape and Murder Case Verdict: দীর্ঘ পাঁচ মাসের মাথায় আরজি কর কাণ্ডের (RG Kar Case) রায় ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় (Sanjoy Roy)। আদালতে রায় ঘোষণা হতেই চিৎকার জুড়ে দেয় সঞ্জয়। "আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিছু করিনি।" আদালত কক্ষে দাঁড়িয়েই বিচারকের উদ্দেশ্যে বলতে থাকেন সঞ্জয় রায়।

Advertisment

বহু প্রতীক্ষিত আরজি কর মামলার রায় ঘোষণা হল শনিবার। শিয়ালদহ আদালত ভবনের তিন তলার ২১০ নম্বর ঘরে বসেছিল এজলাস। বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে এজলাসে আনার নির্দেশ দেন।

 সঞ্জয়কে এজলাসে আনা হলে বিচারক তার উদ্দেশ্যে বলেন, "আপনি ৯ আগস্ট ভোরের দিকে আরজি কর হাসপাতালে ঢুকেছিলেন। আপনার বিরুদ্ধে এমনই অভিযোগ। এদিক ওদিক ঘোরার পর এক মহিলা চিকিৎসককে আক্রমণ করেন। তাঁর মুখ গলা-চেপে ধরেন, তাতে উনি মারা যান। আপনি যৌন হেনস্থাও করেন। "

আরও পড়ুন- RG Kar Doctor Murder Case Verdict Live Updates: দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমেই সাজা ঘোষণা

Advertisment

একথা বলার পরেই বিচারক সঞ্জয়কে আরও জানান, সাক্ষীদের জেরা এবং CBI আইনজীবীরা যা যা নথি আদালতে তুলে ধরেছেন তার ওপর ভিত্তি করে সঞ্জয় রায়ের অপরাধ প্রমাণিত হয়েছে। সঞ্জয় রায়কে এরপরই দোষী সাব্যস্ত করেন বিচারক অনির্বাণ দাস। এদিকে বিচারকের এই নির্দেশ শুনেই আদালত কক্ষে চিৎকার জুড়ে দেন সঞ্জয় রায়। 

আরও পড়ুন- RG Kar Doctor Murder Case Verdict:মেয়ের মৃত্যুর বিচারের দিনেই বিস্ফোরক আরজি করের নির্যাতিতার বাবা

তিনি বলতে থাকেন, "আমি গরিব। আমি এই কাজ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা, সত্যিই যদি ওখানে আমি কিছু করতাম তাহলে তো মালা ছিঁড়ে যেত। আমাকে ফাঁসানো হচ্ছে। যারা এ কাজ করেছে তাদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে?" সঞ্জয়ের সেকথায় কর্ণপাত না করেই বিচারক দোষী সাব্যস্ত করেন তাকে। তিনি জানিয়ে দেন আগামী সোমবার এই মামলার সাজা ঘোষণা করবেন তিনি। সঞ্জয়কে এরপর কিছুটা জোর করেই আদালত থেকে বের করে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন- West Bengal News Live: 'বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল, থামাতে গেলেই গুলি', পাল্টা গুলিতে সাজ্জাকের মৃত্যু, জানালেন ADG আইনশৃঙ্খলা

Bangla News Bengali News Today RG Kar Medical College RG Kar Case news in west bengal news of west bengal Sanjay Roy RG Kar Doctor Murder Case Verdict kolkata rg kar case verdict
Advertisment