/indian-express-bangla/media/media_files/CpSlilbUFn4BMjcEMVnQ.jpg)
SSC Examination 2025: প্রতীকী ছবি।
WBSSC SLST exam September 7, 2025: বহু কাঠ খড় পুড়িয়ে অবশেষে আগামিকাল ৭ সেপ্টেম্বর এবং পরের সপ্তাহের রবিবার ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা। কাল রবিবার ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং তারপরের রবিবার ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে।
কাল ক'টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে চাকরিপ্রার্থীদের? পরীক্ষাকেন্দ্রে কোন জিনিসগুলি নিয়ে যেতেই হবে চাকরিপ্রার্থীদের? এবারের পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে কী কী নিয়ে যাওয়া একেবারে বাধ্যতামূলক করা হয়েছে? এসব ব্যাপারেই বিস্তারিতভাবে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
SSC-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আগামিকাল সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক। এবার এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষায় শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে না এরই পাশাপাশি অরিজিনাল সচিত্র পরিচয় পত্র আধার কিংবা ভোটার কার্ডও সঙ্গে নিয়ে যেতে হবে। পরীক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে আধার কিংবা ভোটার কার্ডের জেরক্সও।
আরও পড়ুন-WB Minister :প্রাথমিক নিয়োগ মামলায় আদালতে আত্মসমর্পণ রাজ্যের ডাকাবুকো মন্ত্রীর
কালো কিংবা নীল পেন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে চাকরিপ্রার্থীদের। এই পেন দিয়ে OMR শিট ভরতে হবে। তবে কোনও পরীক্ষার্থী যদি সঙ্গে পেন নিয়ে যেতে ভুলে যান তাহলেও চিন্তার কিছু নেই, পরীক্ষাকেন্দ্রে কলম রাখা থাকবে।
পরীক্ষা শুরু দুপুর ১২টায়। কিন্তু এসএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। ক্যালকুলেটর কিংবা ইলেকট্রনিক কোনও সরঞ্জাম নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না চাকরিপ্রার্থীরা। কেউ মোবাইল নিয়ে গেলে সিটে ভ্যেনু ইনচার্জের কাছে তাঁকে জমা রাখতে হবে।
আরও পড়ুন-Kolkata News: অভিষেকের নাম করে ভোটের টিকিটের টোপ, টাকা আদায়ের চেষ্টা, কে গ্রেফতার জানেন?
আগামিকাল নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টায়। পরীক্ষা শেষ হওয়ার আগে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র ছেড়ে বেরোতে পারবেন না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে CCTV ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। চাকরিপ্রার্থীরা ওই OMR এবং অ্যাটেনডেন্স সিটে সই করবেন।
SSC-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আরও জানিয়েছেন, আগামিকাল রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। আগামী ১৪ সেপ্টেম্বর রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে হবে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা।