/indian-express-bangla/media/media_files/HANql29EmNE76cWO8iNw.jpg)
Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
festival grant:বৃহস্পতিবারই দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুজো অনুদান গতবারের চেয়ে এক ধাক্কায় ২৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার পুজো অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর পুজো অনুদান ঘোষণার পর শুভেন্দু অধিকারী বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঘুষ দিক, প্রকৃত যারা সনাতন, হিন্দু এবং ভারত প্রেমিক তারা কখনই এটা সমর্থন করবে না। পুলিশ গিয়ে বলে টাকা না দিলে অনুমতি দেব না। পুলিশ বলে পিতৃপক্ষেই প্যান্ডেলের উদ্বোধন করতে হবে।"
এরপরেই মুখ্যমন্ত্রীকে তুমুল ভাষায় আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, "যে রাজ্যের ৭ লক্ষ কোটি টাকা ঋণ,২ কোটি ১৫ লক্ষ শিক্ষিত বেকার রয়েছে, যেখানে ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক, এই মুখ্যমন্ত্রীর আমলে ৮ হাজার ২০০টি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। সাড়ে ৯ হাজার শিল্প বাংলা থেকে চলে গেছে। কোনও সুস্থ মাথার লোক ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না।"
উল্লেখ্য, বৃহস্পতিবারই কলকাতা শহরের পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ, দমকল-সহ প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এই বৈঠক থেকেই এবারের দুর্গাপুজোর অনুদান এক ধাক্কায় ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, গতবার দুর্গাপুজোয় বিদ্যুতের ব্যবহারে ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য। এবার সেই ছাড়ের অঙ্ক বাড়িয়ে ৮০ শতাংশ করেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর জন্য সমস্ত সরকারি ফি মকুবের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- indecent behavior:স্কুলে ছাত্রীদের সঙ্গে মাস্টারমশাইয়ের এই 'কীর্তি'তে ছিঃ ছিঃ করছেন অভিভাবকরা!