Kolkata Weather Update:বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোন জেলাগুলিতে?

West Bengal Weather Forecast 12 August, 2025: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমলেও ভোগান্তি বাড়াচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি।

West Bengal Weather Forecast 12 August, 2025: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমলেও ভোগান্তি বাড়াচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
weather latest news,Alipore Weather Office, আজকের আবহাওয়া,Bengal Weather,Bengal Weather Forecast,weather,কলকাতার আবহাওয়া,Weather Report,weather update, আবহাওয়ার খবর, weather update,West Bengal Weather Forecast,Weather Bulletin,weather today,Kolkata Weather, লক্ষীপুজো, kolkata weather,Weather Forecast

Bengal Weather Forecast: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা।

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রকোপ বেশ খানিকটা কমে গিয়েছে। তবে বৃষ্টির দাপট কমলেও ভোগান্তি বাড়াচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা বেড়েছে।

Advertisment

মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে। সবমিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, নদীয়া ও দুই মেদিনীপুরের মতো জেলাগুলিতে। আগামী কয়েকদিন কম-বেশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে ভোগান্তি।

Advertisment

আরও পড়ুন- Former Mla Death:বাংলার রাজনীতির জগতে নক্ষত্র পতন! প্রয়াত ৮ বারের বিধায়ক

কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। তবে চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির দাপট এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে।

আরও পড়ুন- Migrant Workers Death: পরপর মৃত্যু! দেহ ফিরতেই গ্রামে বুক ফাটা কান্না, হাহাকার, স্বজন হারানো আর্তনাদ

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতায় মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা শহরে এমনই রোদ-মেঘের লুকোচুরি চলবে। তিলোত্তমা মহানগরীতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব পড়তে পারে শহর কলকাতাতেও। বৃষ্টির বহর বেড়ে যেতে পারে।

আরও পড়ুন-Baruipur News: BJP-র তরতাজা নেতাকে পিটিয়ে খুন, অভিযুক্ত 'তৃণমূল বাবা-ভাই'

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ভিন্ন। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Alipur weather Office Bengal Weather Forecast Kolkata Weather