Abbas Siddiqui: SIR নিয়ে বিস্ফোরক ভাইজান, একযোগে নিশানা BJP-তৃণমূলকে

Abbas Siddiqui-SIR: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে বিস্ফোরক মন্তব্য আব্বাস সিদ্দিকীর। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে BJP-তৃণমূল নিয়েও অকপট ভাইজান।

Abbas Siddiqui-SIR: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে বিস্ফোরক মন্তব্য আব্বাস সিদ্দিকীর। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে BJP-তৃণমূল নিয়েও অকপট ভাইজান।

author-image
Joyprakash Das
New Update
fake citizens identification,  demand to deport citizens  ,SIR issue,  oppose irregularities,  Abbas Siddiqui  ,West Bengal politics  ,citizenship controversy,  law and order,ভুয়ো নাগরিক চিহ্নিত,  নাগরিক তাড়ানোর দাবি,  এসআইআর ইস্যু  ,অনিয়ম বিরোধিতা  ,আব্বাস সিদ্দিকী  ,পশ্চিমবঙ্গ রাজনীতি,  নাগরিকত্ব বিতর্ক,  আইনশৃঙ্খলা

Abbas Siddiqui: ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী।

citizenship controversy:২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF তৈরি করেছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। কিন্তু তিনি রাজনীতিতে নামেননি। ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক হয়েছেন। দীর্ঘদিন রাজনীতি নিয়ে মুখ খোলেননি আব্বাস সিদ্দিকী তথা 'ভাইজান'। মঙ্গলবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR ইস্যুতে BJP-তৃণমূলকে একযোগে নিশানা করেছেন আব্বাস। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, "চরম অন্যায় করছে এই দুই দল।" 

Advertisment

আব্বাস সিদ্দিকী বলেন, "এর আগে স্বাধীনতার পর থেকে সম্ভবত ১৩বার এসআইআর হয়েছে। এতে আমার ভারতীয়দের ক্ষতি কোনও দিন হয়নি। আমরা যাঁরা ভারতীয় আমরা নিরাপদে থাকি। তবে ভিন্ন দেশ থেকে মানুষ এলে নকল পরিচয়পত্র করে দেওয়া অন্যায়। তাঁকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দিতে হবে।"

তিনি আরও বলেন, "দেশের মানুষের জন্যই এটা দরকার। সে যেই হোক। আমার দেশে আমার দেশবাসী থাকবে। অন্য দেশ থেকে আসতে চাইলে পাসপোর্টের মাধ্যমে আসবে, ব্যবসা করতে আসবে, বেড়াতে আসবে। চুরি-ছুপি আসবে, কোনও রাজনৈতিক নেতা তাদের ভোট ব্যাংক হিসাবে জাল ভোটার কার্ড তৈরি করে নিজেদের রুটি সেঁকবে। আর দেশের মানুষ অধিকার পাবে না। এটা চরম অন্যায়। দেশের একজন নাগরিক হিসাবে এটাকে কোনও ভাবে মেনে নিতে পারি না।"

Advertisment

আরও পড়ুন- BJP Mla:'অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন', BJP-র জনপ্রিয় নেতার বিধায়ক পদ খারিজের দাবি

SIR-এর প্রতিবাদে গতকাল, সোমবার দিল্লিতে বিরোধিরা বিক্ষোভ দেখিয়েছে। ধুন্ধুমার কান্ড ঘটেছে দিল্লির রাজপথে। অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের মহিলা সাংসদরা। বাংলায় রোজ প্রতিবাদ মিছিল বা সভা করছে তৃণমূল। আব্বাস সিদ্দিকী বলেন, "এসআইআর হচ্ছে, দায়িত্বশীল মানুষ আছেন। কিন্তু নাগরিকদের জোর করে নাগরিকহীন করবে, বিশেষ পরিকল্পনা করবে বিশেষ ধর্মের মানুষ হওয়ার জন্য, সেটা যেন না হয়। এটা হলে তা মানবিকতা ও সংবিধানের বিরুদ্ধে হবে। কাজ করলে মানুষের ভুল হয়। তা যদি সংশোধন করে নেয়। তাহলে বোঝা যাবে দরদ আছে। কিন্তু জুলুম করে, ইচ্ছা করে যদি ভুল করে বিশেষ ধর্মের লোক বলে বাদ যায়। সেক্ষেত্রে দেশের নাগরিক হিসাবে আমার প্রতিবাদ থাকবে। কিন্তু এসআইআর নিয়ে ভয় দেখানো হচ্ছে, মানুষকে ক্ষিপ্ত করে তোলা হচ্ছে। এটা চরম অন্যায়।" 

আরও পড়ুন-West Bengal news Live Updates:নির্দেশ মানেনি রাজ্য, মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লি তলব নির্বাচন কমিশনের

সামনেই বিহারে বিধানসভার নির্বাচন। বছর পার হলে বাংলায় রাজ্য সরকার গঠনের ভোট। ইতিমধ্যে বিহারে এসআইআর সম্পূর্ণ হয়েছে। শীঘ্রই এরাজ্যেও এসআইআরের বিজ্ঞপ্তি জারির কথা নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করেছেন ভাইজান। আব্বাস সিদ্দিকীর বক্তব্য, "আমি দেখতে পাচ্ছি বিজেপি এসআইআর মিসইউজ করছে। মিথ্যা প্রচার করছে। বিশেষ একটা ধর্মের মানুষদের বাদ দেওয়া হবে, এমন একটা মহল তৈরি করতে চাইছে। সেটাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস বিশেষ একটা সম্প্রদায়কে ভয়ও দেখাচ্ছে।"

আরও পড়ুন-police summons:নবান্ন অভিযানে ধুন্ধুমার, BJP-র তাবড় নেতাকে তলব পুলিশের, দায়ের FIR

আব্বাস সিদ্দিকীর কথায়, "এটা করতে দেওয়া যাবে না, করতে দেব না। এসআইআরের জন্য রাজ্য সরকার ৩২১ কোটি টাকা বাজেট করেছে। এদিকে সাধারণ খেটে খাওয়া, গরিব মানুষকে বোকা বানানো হচ্ছে। এটা চরম অন্যায়। প্রকৃত এসআইআর কি তা মানুষকে জানানো দরকার। বিজেপি এক ধরনের খেলছে, তৃণমূল আরেক ধরনের আতঙ্ক তৈরি করছে। এই দুটোই বন্ধ হওয়া দরকার। রুটি-রুজি থাকবে না, মানুষকে আতঙ্ক ধরিয়ে দেবে। আর ওরা রাজনীতির রুটি সেঁকে নেবে।"

ISF SIR Abbas Siddiqui