Kolkata weather Update:গণেশ পুজোয় ভারী বৃষ্টির পূর্বাভাস, বেলা গড়ালেই আবহাওয়ায় বদল কোন জেলাগুলিতে?

West Bengal Weather Update: আজ বুধবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। গণেশ পুজোর দিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

West Bengal Weather Update: আজ বুধবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। গণেশ পুজোর দিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata weather,  August 27, 2025,  Light to moderate rain,  Intermittent showers , Maximum temperature 32°C,  Minimum temperature 26°C  ,High humidity  ,Low-pressure system  ,Bay of Bengal,  Weather forecast,কলকাতা আবহাওয়া  ,২৭ আগস্ট ২০২৫,  হালকা থেকে মাঝারি বৃষ্টি  ,বিরতিহীন বৃষ্টিপাত  ,সর্বোচ্চ তাপমাত্রা ৩২°C,  সর্বনিম্ন তাপমাত্রা ২৬°C,  উচ্চ আর্দ্রতা,  নিম্নচাপ  ,বঙ্গোপসাগর  ,আবহাওয়ার পূর্বাভাস,Ganesh Chaturrthi 2025, ganesh puja, ganesh puja weather update kolkata, ganesh puja 2025 weather forecast west bengal, গণেশ পুজোয় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে

Kolkata weather Forecast: আজ গণেশ পুজোয় রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Kolkata weather:বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তেরই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। সেটা হলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়বে। ফের এক দফায় তুমুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আপাতত বৃষ্টির দাপট কমে রোদের দেখা মিলেছে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। তবে এই পরিস্থিতিও বেশি দিন স্থায়ী হবে না। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আজ গণেশ চতুর্থীতেও রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ বেলা বাড়লে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও দুই ২৪ পরগনার পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। 

আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দু'দিন একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisment

আরও পড়ুন- Kolkata Metro:যাত্রী স্বার্থে বাম্পার উদ্যোগ! দুরন্ত সুবিধা চালু কলকাতা মেট্রোয়

তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন-Mamata Banerjee:'ডাবল ইঞ্জিনের সরকার সবচেয়ে বড় চোর', বর্ধমানের সভা থেকে সুর চড়ালেন মমতা

কলকাতার ওয়েদার আপডেট 

গণেশ পুজোর সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বেলা বাড়লে হালকা বৃষ্টি হতে পারে। আপাতত মহানগরীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন-Love affair:বাংলাদেশে বসেই বিবাহিত ভারতীয়ের সঙ্গে প্রেম বধূর, স্বামী জানতেই 'তালাক'! পরের ঘটনা জানলে...

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও।

Ganesh Chaturthi 2025 Kolkata Weather Bengal Weather Forecast