/indian-express-bangla/media/media_files/2025/08/27/weather-2025-08-27-08-35-57.jpg)
Kolkata weather Forecast: আজ গণেশ পুজোয় রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Kolkata weather:বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তেরই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। সেটা হলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়বে। ফের এক দফায় তুমুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আপাতত বৃষ্টির দাপট কমে রোদের দেখা মিলেছে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। তবে এই পরিস্থিতিও বেশি দিন স্থায়ী হবে না। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আজ গণেশ চতুর্থীতেও রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ বেলা বাড়লে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও দুই ২৪ পরগনার পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দু'দিন একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- Kolkata Metro:যাত্রী স্বার্থে বাম্পার উদ্যোগ! দুরন্ত সুবিধা চালু কলকাতা মেট্রোয়
তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আরও পড়ুন-Mamata Banerjee:'ডাবল ইঞ্জিনের সরকার সবচেয়ে বড় চোর', বর্ধমানের সভা থেকে সুর চড়ালেন মমতা
কলকাতার ওয়েদার আপডেট
গণেশ পুজোর সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বেলা বাড়লে হালকা বৃষ্টি হতে পারে। আপাতত মহানগরীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও।