Kolkata Metro:যাত্রী স্বার্থে বাম্পার উদ্যোগ! দুরন্ত সুবিধা চালু কলকাতা মেট্রোয়

Metro Railway, Kolkata: যাত্রীদের সুবিধার্থে এর আগেও নানাবিধ বন্দোবস্ত করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার এই তৎপরতাও যাত্রীদের দারুণ সুবিধা দেরবে বলে মনে করছেন মেট্রোরলের কর্তারা।

Metro Railway, Kolkata: যাত্রীদের সুবিধার্থে এর আগেও নানাবিধ বন্দোবস্ত করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার এই তৎপরতাও যাত্রীদের দারুণ সুবিধা দেরবে বলে মনে করছেন মেট্রোরলের কর্তারা।

author-image
Joyprakash Das
New Update
Kolkata Metro,  9 lakh additional commuters,  Metro inauguration  ,Prime Minister Narendra Modi  ,new metro lines,  Green Line,  Yellow Line  ,Orange Line,  metro passenger services  ,city connectivity,কলকাতা মেট্রো  ,৯ লক্ষ অতিরিক্ত যাত্রী,  মেট্রো উদ্বোধন  ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,নতুন মেট্রো লাইন  ,গ্রিন লাইন,  ইয়েলো লাইন  ,অরেঞ্জ লাইন,  মেট্রো যাত্রী পরিষেবা  ,শহরের যোগাযোগ

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metro New Routes:মঙ্গলবার অর্থাৎ ২৬ অগাস্ট ২০২৫ থেকে কলকাতা মেট্রো’র সব লাইনে QR ভিত্তিক টিকিটিং সিস্টেম চালু হয়ে গিয়েছে। এর আগে শুধুমাত্র গ্রিন, ব্লু এবং অরেঞ্জ লাইনে ছিল এই প্রযুক্তির সুবিধা। তবে আজ থেকে মেট্রোরেলের পার্পেল ও ইয়েলো লাইনে ও তা বাস্তবায়িত করা হয়েছে। যাত্রীরা ‘Aamar Kolkata Metro’ অ্যাপের মাধ্যমে মোবাইল QR টিকিট বুক করতে পারবেন। 

Advertisment

কলকাতা মেট্রোরেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গতকাল, ২৩,৪৮২ জন যাত্রী মেট্রো অ্যাপে মোবাইল QR টিকিট বুক করেন। যা আগের সোমবারের ১১,৭৮৭ সংখ্যার প্রায় দ্বিগুণ।

আরও পড়ুন- Police attacked:সালিশি সভায় পুলিশ যেতেই রেগে অগ্নিশর্মা তৃণমূল নেতা! ফেলে মার আইনের রক্ষকদের, তারপর যা হল...

Advertisment

যাত্রীরা টিকিট কাউন্টারে সময় এবং টাকা বাঁচাতে পারেন—এছাড়া অ্যাপ ব্যবহার করলে প্রতিটা টিকিটে ৫% ছাড় পাওয়া যায়। মেট্রোরেলের স্টেশনগুবিতেও ক্রমবর্ধমান যাত্রীদের চাপ সামলাতে বারবার ঘোষণা করা হচ্ছে—যাত্রীরা যেন অ্যাপ ব্যবহার করেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates:'কলেজে ছাত্র সংসদের নির্বাচনে রাজ্যের বাধা নেই', হাইকোর্টে জানালেন কল্যাণ

দিনকে আগেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের মধ্যে ২.৪৫ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রো চলাচল শুরু হয়েছে। এই পরিষেবা চালু হয়ে যাওয়ায় বিপুল সংখ্যক যাত্রী উপকৃত হয়েছেন। দিনে দিনে এই রুটে যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন মেট্রোরেলের কর্তারা। 

আরও পড়ুন-Love affair:বাংলাদেশে বসেই বিবাহিত ভারতীয়ের সঙ্গে প্রেম বধূর, স্বামী জানতেই 'তালাক'! পরের ঘটনা জানলে...

এই রুট ছাড়াও নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা দমদম বিমানবন্দরে পৌঁছে যাওয়ার রুটও চালু হয়ে গিয়েছে। একইভাবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটেও মেট্রো যাতায়াত করা শুরু করে দিয়েছে।

kolkata Metro kolkata metro