Kolkata Weather Forecast: পুজোর মুখে আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার আগে কাঁপানো দুর্যোগ বাংলায়?

West Bengal Weather Update 19 Sep, 2025: শুক্রবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে শহরে ঝেঁপে বৃষ্টি?

West Bengal Weather Update 19 Sep, 2025: শুক্রবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে শহরে ঝেঁপে বৃষ্টি?

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা বৃষ্টির পূর্বাভাস  ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ  IMD forecast rain West Bengal  দক্ষিণবঙ্গে বৃষ্টি  উত্তরবঙ্গে প্রবল বর্ষণ  কলকাতা জলমগ্ন  আবহাওয়া দফতরের সতর্কতা  পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয়  সোম থেকে বৃষ্টি রাজ্যে  low pressure over Gangetic Bengal

Bengal Weather Update: আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

Bengal Weather Update Today: পুজো এসে গেলেও বর্ষা যেন পিছু ছাড়ছে না। আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। মহালয়ার আগে ফের একবার কাঁপানো দুর্যোগ চলবে বাংলাজুড়ে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

এই মরশুমে দক্ষিণবঙ্গজুড়ে বর্ষার জোরালো মেজাজ টের পাওয়া গিয়েছে। তবে বর্ষা যখন বিদায় নেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে ঠিক তখনই ফের একবার বৃষ্টির জোরালো কামব্যাক দেখেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আজ শুক্রবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন- Durga Puja 2025: এবারও মুম্বইয়ে অভিজিতের পুজো মাতাবেন বাংলার লালু! ঢাকের তালে কোমর দোলাবেন শাহরুখ, হৃত্বিকরা

Advertisment

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য আরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

আরও পড়ুন-Nirmala Sitharaman:GST-এর সংস্কারে বাংলার কোন কোন ক্ষেত্রে দারুণ সুবিধা? বিশদে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

কলকাতার ওয়েদার আপডেট

 শহর কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে তিলোত্তমা মহানগরীতে। আজ শহরে বৃষ্টির তেমন কোনও জোরালো পূর্বাভাস নেই।

আরও পড়ুন-Durga Puja 2025:গাংচিল বেশে এসে পুজো নিতেন 'দেবী'! ২৬০ বছরের এই দুর্গাপুজোর পরতে পরতে ইতিহাস!

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

আজও ফের একবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের উপরের দিকে চার জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এরই পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আজ কম-বেশি বৃষ্টিপাত চলবে।

Weather Forecast weather latest news Bengal Weather Forecast