Kolkata weather Todyay:পুজোর মুখে আবহাওয়ায় ফের বিরাট বদল! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

West bengal Weather Forecast 12 September, 2025: শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তিও বহাল রয়েছে মহানগরীতে।

West bengal Weather Forecast 12 September, 2025: শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তিও বহাল রয়েছে মহানগরীতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kali Puja weather update  ,West Bengal rain forecast  ,South Bengal rainfall alert,  North Bengal weather,  Cyclone in Andaman Sea  ,Tamil Nadu coast cyclone,  IMD weather forecast,  Kolkata weather today  ,West Bengal Weather Update 21 October 2025,When will winter start in Bengal,  West Bengal weather news  ,Light rain after Kali Puja  ,Thunderstorm warning Bengal,  West Bengal cyclone alert,Todays wether update,kolkata weather today,আজকের আবহাওয়ার পূর্বাভাস,কালীপুজো আবহাওয়া আপডেট , পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস  ,দক্ষিণবঙ্গ বৃষ্টি  ,উত্তরবঙ্গ আবহাওয়া,  ঘূর্ণিঝড় আন্দামান সাগর,  তামিলনাড়ু উপকূল ঘূর্ণিঝড়,  হাওয়া অফিস পূর্বাভাস  ,কলকাতার আবহাওয়া,  কবে আসবে শীত,  weather update west bengal

Kolkata Weather Forecast: আজ কলকাতা শহরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Kolkata humidity: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছেই রয়েছে একটি নিম্নচাপ। এই দুইয়ের জেরেই বঙ্গের আবহাওয়ায় ফের বড় বদল! দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার রাতের পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার ভোররাতে হালকা বৃষ্টি হয়েছে। পুজোর মুখে এই বৃষ্টি কি এবার আরও বাড়বে? কাজ কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

শুক্রবার ভোররাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি চোখে পড়েছে। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম নাজেহাল পরিস্থিতি তৈরি করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার ফের একবার ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গ জুড়ে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

Advertisment

আরও পড়ুন- Murshidabad News: গৃহবধূর প্রেমে হাবুডুবু একের পর এক যুবক! রোমহর্ষক খুন! গোটা ঘটনা জানলে...

দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কাল থেকে বাড়বে। মোটের উপর সপ্তাহান্তে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে।

স্বাভাবিকভাবেই আবহাওয়ায় এই বদল পূজো কর্তাদের মাথায় হাত ফেলবে বলেই মনে করা হচ্ছে। মন্ডপে মন্ডপে সজ্জার কাজ শেষ পর্যায়ে। এই পরিস্থিতিতে নতুন করে ফের বৃষ্টি পুজো উদ্যোক্তাদের উদ্বেগ যে বহু গুণে বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন-Partha Chatterjee: বড় খবর! SSC দুর্নীতিতে নিজেকে নির্দোষ দাবি করে কাদের ঘাড়ে দায় ঠেললেন পার্থ?

কলকাতার ওয়েদার আপডেট 

শুক্রবার সকাল থেকে কলকাতা শহরেও আংশিক মেঘলা আকাশ। আজ শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তিলোত্তমা মহানগরীতে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-Nadia News: ভিক্ষুকের বেশে বাড়িতে এরা কারা? ঘটনা ছড়িয়ে পড়তেই হইহই কাণ্ড!

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে। আজ শুক্রবারেও উত্তরবঙ্গের উপরের দিকে চার জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহের একেবারে মাঝামাঝি সময় পর্যন্ত এই পর্বে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Alipur weather Office Bengal Weather Forecast Kolkata Weather