/indian-express-bangla/media/media_files/2025/07/27/rain-to-stay-in-bengal-till-july-31-2025-07-27-08-35-04.jpg)
Bengal Weather Update : আজও বৃষ্টির পূর্বাভাস কয়েকটি জেলায়।
Kolkata weather forecast:সময়ের কিছুটা আগেই এই বছর বঙ্গে ঢুকেছে বর্ষা। তবে এবার সেই বর্ষার বিদায় আসন্ন। পুজোর মুখে এবার বর্ষার বিদায়ঘন্টা বেজে গেল। মৌসম ভবন জানিয়ে দিয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করবে। আর সেটা হলে এবার পুজোয় বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে।
দেশের বিভিন্ন রাজ্য থেকে বর্ষার বিদায় নেওয়ার পালা আসন্ন। পশ্চিমবঙ্গে এখনও বর্ষার বিদায়ের সঠিক দিনক্ষণ স্পষ্ট হয়নি। বরং আগামী কয়েকদিন জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন- ভোটমুখী বিহার থেকে বাংলায় কার কাছে পাচার লক্ষ লক্ষ টাকা? চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড়
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শনি ও আগামিকাল রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশ খানিকটা কমই থাকবে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কম হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বেলা বাড়লেই ভোগান্তি বাড়াবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমলেও উত্তরের বেশ কিছু জেলায় আজও বৃষ্টির দাপট জারি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- TMC-BJP: বিবেকানন্দ কাপ বনাম নরেন্দ্র কাপ: ২০২৬ ভোটের আগে ফুটবল ময়দানে তৃণমূল-BJP-র রাজনৈতিক লড়াই
সব মিলিয়ে এবারের দুর্গাপুজোর দিনগুলিতে তুমুল বৃষ্টির জোরালো সম্ভাবনা এখনও পর্যন্ত ক্ষীণ। মৌসম ভবন থেকে যা তথ্য মিলেছে তাতে পুজোর আগেই সম্ভবত বিদায় নিতে পারে বর্ষা।