TMC-BJP: বিবেকানন্দ কাপ বনাম নরেন্দ্র কাপ: ২০২৬ ভোটের আগে ফুটবল ময়দানে তৃণমূল-BJP-র রাজনৈতিক লড়াই

Vivekananda Cup-Narendra Cup: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে এবার ফুটবল মাঠে জমে উঠেছে শাসক-বিরোধীর লড়াই।

Vivekananda Cup-Narendra Cup: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে এবার ফুটবল মাঠে জমে উঠেছে শাসক-বিরোধীর লড়াই।

author-image
Joyprakash Das
New Update
Vivekananda Cup  ,Narendra Cup,  Football in politics  ,TMC vs BJP rivalry  ,Talent hunt before elections,  State youth sports tournaments,  Arup Biswas,  Shamik Bhattacharya , “Khela Hobe” slogan,বিবেকানন্দ কাপ,নরেন্দ্র কাপ,  রাজনীতিতে ফুটবল  ,তৃণমূল বনাম বিজেপি,  ভোটের আগে খেলোয়াড় প্রতিভা সন্ধান,  রাজ্যের যুবকল্যাণ ফুটবল প্রতিযোগিতা  ,অরপ বিশ্বাস,  শমীক ভট্টাচার্য  ,খেলা হবে” স্লোগান

Vivekananda Cup-Narendra Cup:বিজেপি-তৃণমূল জোর টক্কর এবার খেলার মাঠেও।

2026 West Bengal Assembly Election: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলাদেশ থেকে আমদানি করা "খেলা হবে" স্লোগান ছিল সুপারহিট। তারপর থেকে তৃণমূল-BJP দুই দলের নেতৃত্বের মুখেই এই স্লোগান নানা আঙ্গিকে শোনা যায়। এবার ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ফুটবল নিয়ে রীতিমতো ময়দানে নেমে পড়েছে দুই দল। একিদেক তৃণমূল পরিচালিত রাজ্য সরকার প্রতিভা সন্ধানে ফুটবল প্রতিযোগিতা করছে, অন্যদিকে নরেন্দ্র কাপের আয়োজন করেছে বিজেপি।

Advertisment

স্বামী বিবেকানন্দ কাপ। উদ্যোক্তা রাজ্য ক্রীড়া ও যুবকল্যান দফতর এবং আইএফএ। অন্যদিকে নরেন্দ্র কাপ। উদ্যোক্তা ভারতীয় জনতা পার্টি। দুটোই ফুটবল টুর্নামেন্ট। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরপ বিশ্বাস উদ্বোধন করেছেন বিবেকানন্দ কাপ প্রতিযোগিতার।

আরও পড়ুন- Bera Utsav: ফিরল নবাবি আমলের ঐতিহ্য! পাঁচ বছর পর মহাসমারোহে পালিত হল 'বেড়া উৎসব'

Advertisment

অন্যদিকে নরেন্দ্র কাপের সূচনা করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সাংসদ শমীক ভট্টাচার্য। ফুটবল মাঠে প্রতিভা খুঁজে বেড়াচ্ছে তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকার। আবার ফুটবল প্রতিযোগিতা করছে বিজেপি। দুটো প্রতিযোগিতাই শুরু হয়েছে স্বামী বিবেকানন্দর  

স্বামী বিবেকানন্দর নাম নরেন্দ্র। রাজ্যজুড়ে "নরেন্দ্র" নামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে বঙ্গ বিজেপি। আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমালোচকরা এই নরেন্দ্র নাম নিয়েও নানা টিপ্পনী কাটছে। হাওড়ার এই প্রতিযোগিতা উদ্বোধন করতে গিয়ে শমীক ভটাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানোরও অভিযোগ উঠেছে। রাজ্য জুড়ে প্রতি অন্বেষণে বিবেকানন্দ কাপের যাত্রা শুরু করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন- West Bengal News Live Updates:'এখন কিছু করার নেই', SSC কাণ্ডে সাফ জানাল সুপ্রিম কোর্ট, খারিজ মামলা

২০২৫ সেপ্টেম্বরে এই দুই টুর্নামেন্ট শুরু হওয়ার ৬ মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন। অভিজ্ঞ মহলের মতে, রাজ্য সরকার ক্ষমতায় আসার ১৪ বছর পর প্রতিশ্রুতিমান ফুটবলারের সন্ধানে বিবেকানন্দ কাপ শুরু করেছে। এদিকে রাজ্যে এক সময় স্কুল পর্যায়ে সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা রমরমিয়ে চলত। সেই প্রতিযোগিতার এখন কি হাল? তার খোঁজ রাখে না কেউ।

আরও পড়ুন-Crime News:খাস কলকাতায় এযেন হিন্দি ওয়েব সিরিজ 'মির্জাপুর'! দুষ্কৃতীরাজের এই ঘটনা গায়ে কাঁটা দেবে!

মজার বিষয় খেলা হবে স্লোগান আর রাজনীতির ময়দানে আবদ্ধ থাকলো না খেলার মাঠে জায়গা করে নিল। খেলার ময়দানে একদিকে সরকারি পক্ষ অন্যদিকে বিরোধী পক্ষ নেমে পড়েছে খেলাপ্রেমীদের মন জয় করতে। রাজনৈতিক মহলের মতে,  ২০২৬ নির্বাচনের আগে আর কত নয়া নজির সৃষ্টি হয় সেটাই এখন দেখার।

Football tmc bjp