Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী! সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বিরাট লড়াইয়ের ডাক মমতার

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে উত্থাপিত ১৩০তম সংশোধনী বিলকে “গণতন্ত্রবিরোধী” আখ্যা দিয়ে বিলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'এই বিল বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার ভয়ঙ্কর প্রয়াস।

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে উত্থাপিত ১৩০তম সংশোধনী বিলকে “গণতন্ত্রবিরোধী” আখ্যা দিয়ে বিলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'এই বিল বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার ভয়ঙ্কর প্রয়াস।

author-image
IE Bangla Web Desk
New Update
"Mamata Banerjee, 130th Amendment Bill,  Indian Constitution, Judiciary independence,  Federalism,

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর 'মৃত্যুসংকেত'! সংবিধান সংশোধনী বিল নিয়ে সরব মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: সংসদে ১৩০তম সংশোধনী বিল পেশকে ঘিরে গতকাল উত্তাল হয় সংসদ। এই বিলকে কেন্দ্র করে এনডিএ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী  বলেন, "এই বিলের মূল লক্ষ্য বিচার ব্যবস্থাকে দুর্বল করার পাশাপাশি, এক ব্যক্তি-এক দল-এক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তুতি নেওয়ার তোরজোর"।   

Advertisment

আরও পড়ুন-১৩ লক্ষ টাকার ’হার্ট সার্জারি’ সম্পূর্ণ বিনামূল্যে! বাংলার মুকুটে জুড়ল নয়া পালক, সৃষ্টি হল নয়া ইতিহাসের

সংসদে ১৩০তম সাংবিধানিক সংশোধনী বিল পেশকে কেন্দ্র করে গতকাল উত্তাল হয়ে ওঠে সংসদ। বিরোধী সাংসদরা বিলের কপি ছিঁড়ে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ছুঁড়ে মারেন। এই বিলকে কেন্দ্র করে কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই বিলের আসল উদ্দেশ্য বিচার ব্যবস্থাকে দুর্বল করে দেশে এক ব্যক্তি–এক দল–এক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার পথ তৈরি করা।

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে উত্থাপিত ১৩০তম সংশোধনী বিলকে “গণতন্ত্রবিরোধী” আখ্যা দিয়ে বিলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'এই বিল বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার ভয়ঙ্কর প্রয়াস। তাঁর মতে, বিলটি কেন্দ্রীয় সরকারকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করবে পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেওয়ার দিকে এক বড় পদক্ষেপ'।

আরও পড়ুন- ফের রাজ্যের নামি সরকারি মেডিকেল কলেজে ধর্ষণ, তোলপাড় ফেলা অভিযোগে উত্তাল বাংলা

 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল X-এ একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি ভারত সরকার কর্তৃক উত্থাপিত ১৩০তম সংবিধান সংশোধনী বিলের তীব্র নিন্দা জানাই। এটি গণতন্ত্র ধ্বংস করার এক বিরাট প্রচেষ্টা। বিচার ব্যবস্থাকে দুর্বল করে এক ব্যক্তি–এক দল–এক সরকার প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে।” তিনি আরও দাবি করেন, এই পদক্ষেপ ভারতের গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য “মৃত্যুসংকেত”।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভোটার তালিকায় বিশেষ সংশোধন (Special Intensive Revision - SIR) প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্র ভোটাধিকারের অধিকার খর্ব করার চেষ্টা করছে। একই সঙ্গে “এই বিল ভারতীয় গণতন্ত্রের উপর হিটলারি আক্রমণের চেয়ে কম কিছু নয়। বিচার বিভাগকে দুর্বল করা মানেই জনগণকে দুর্বল করা, ন্যায়বিচার থেকে বঞ্চিত করা।”

তিনি অভিযোগ করেন, বিলটি আদালতের সাংবিধানিক ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের অধিকার ছিনিয়ে নিতে চাইছে। পাশাপাশি তিনি বলেন, নির্বাচিত রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপের জন্য সিবিআই ও ইডির হাতে অস্বাভাবিক ক্ষমতা দেওয়ার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন- 'টাকা দিয়ে সেটেলমেন্ট করার চেষ্টা', তৃণমূলের দাপুটে নেতার বিরুদ্ধে 'বোমা' ফাটালেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা

মমতার দাবি, এই বিল কার্যত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়ার পথে এক 'অশুভ'  প্রচেষ্টা। তাই তিনি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানান, যেকোনো মূল্যে এই বিলের বিরোধিতা করতে হবে। তাঁর বার্তা, “গণতন্ত্রকে বাঁচাতে হলে এই বিপজ্জনক বিলের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে  বিরুদ্ধে দাঁড়াতেই হবে।”

mamata