Kolkata Weather Update today: ভ্যাপসা গরম থেকে মিলবে রেহাই, জোরালো ঝড়-বৃষ্টির পূর্বাভাস! জানুন টাটকা আপডেট

Kolkata Weather News Today 24 April, 2025: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন অস্বস্তিকর গরমের পরিবেশ রয়েছে। শহর থেকে জেলা, সর্বত্র ভ্যাপসা গরমে জেরবার হচ্ছেন বাসিন্দারা।

Kolkata Weather News Today 24 April, 2025: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন অস্বস্তিকর গরমের পরিবেশ রয়েছে। শহর থেকে জেলা, সর্বত্র ভ্যাপসা গরমে জেরবার হচ্ছেন বাসিন্দারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update, আবহাওয়ার পূর্বাভাস, কলকাতার আবহাওযার পূর্বাভাস,বৃষ্টির সম্ভাবনা

Kolkata Weather Today: কোনও এক সময়ের কলকাতার জল-ছবি।

Ajker Kolkata Weather Today:জ্বালাপোড়া গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভ্যাপসা গরমে এককথায় নাজেহাল দশা দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা। তবে এবার দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর শোনালো হাওয়া অফিস। ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রয়েছে আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

গত কয়েকদিন ভ্যাপসা গরমে জেরবার দক্ষিণবঙ্গের বাসিন্দারা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে বিশেষ করে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহ (Heat Wave) থাকছে। তবে এরই মধ্যে ঝড়-জলের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তেই আবহাওয়ায় বড়সড় বদল হবে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর,হাওড়া,হুগলি, পুরুলিয়া বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জ্বালাপোড়া গরম থেকে মিলতে পারে মুক্তি। টানা কয়েকদিন ধরে চলা এই ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে এবং তাপমাত্রাও খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে।

Advertisment

আরও পড়ুন- pahalgam terror attack: স্ত্রী-সন্তানদের সামনেই গুলিতে ঝাঁঝরা! বিমানবন্দরে কফিন বন্দি দেহ নামতেই চোখের জলে ভাসল বাংলা

কলকাতার ওয়েদার আপডেট 

চলতি সপ্তাহের শেষের দিকে শহর কলকাতাতেও আবহাওয়ায় বড়সড়ো বদল লক্ষ্য করা যাবে। মাঝের কয়েকদিন ভ্যাপসা গরম থাকলেও রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস তিলোত্তমা মহানগরীতেও। বৃষ্টির পাশাপাশি কলকাতা শহরেও থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। তারই জেরে মহানগরীতেও অস্বস্তিকর গরম থেকে খানিকটা হলেও মিলতে পারে স্বস্তি।

আরও পড়ুন- Pahalgam Terror Attack: 'পাকিস্তানি ভারত ছাড়ো', আটঘাট বেধেই 'ফুল অ্যাকশনে' মোদী সরকার

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

অন্যদিকে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন- West Bengal News Highlights:'ঢের হয়েছে!এখনই পাক অধিকৃত মুজাফফরবাদ দখল করুক ভারত', গর্জে উঠলেন অধীর

Kolkata Weather Bengal Weather Forecast Alipur weather Office rain