Malda News: মালদার জনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের 'মাস্টারমাইন্ড' গ্রেফতার

Maldah News: বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই চলে অভিযান। সাহায্য নেওয়া হয় ভিনরাজ্যের পুলিশেরও। তাতেই মেলে সাফল্য।

Maldah News: বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই চলে অভিযান। সাহায্য নেওয়া হয় ভিনরাজ্যের পুলিশেরও। তাতেই মেলে সাফল্য।

author-image
Madhumita Dey
আপডেট করা হয়েছে
New Update
Malda TMC Leader Shot Dead: বাড়ির সামনে দোকানের ধাওয়া করে পরপর মাথায় তিনটে গুলি করে খুন করা হয় মালদার তৃণমূল নেতা বাবলা সরকারকে

Malda TMC Leader Shot Dead: ধাওয়া করে পরপর মাথায় তিনটে গুলি করে খুন করা হয়েছিল মালদার তৃণমূল নেতা বাবলা সরকারকে। ফাইল ছবি।

প্রায় চার মাস পর অবশেষে পুলিশের জালে, ধরা পড়লো মালদার জনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের অন্যতম মাস্টারমাইন্ড কৃষ্ণ রজক ওরফে রোহান। বৃহস্পতিবার বিহারের কাটিহার থেকে অভিযুক্ত কৃষ্ণ রজককে গ্রেফতার করে মালদা পুলিশ। বিহার রাজ্যের পুলিশ ও গোয়েন্দা অফিসারদের সহযোগিতা নিয়েই বাবলা সরকার খুনের মূল চক্রীকে গ্রেপ্তারের পর শুক্রবার মালদা নিয়ে আসা হয়।

Advertisment

শুক্রবারই ধৃতকে মালদা আদালতে পেশ করেছে পুলিশ। যদিও এই ঘটনায় আরও এক অভিযুক্ত বাবলু যাদবকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ । কৃষ্ণ এবং বাবলু'র বিরুদ্ধে বাবলা সরকার খুনের ঘটনায় ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জেলা পুলিশ।

এদিকে বাবলা সরকার খুনের মাস্টারমাইন্ড কৃষ্ণ রজক গ্রেফতার হতেই আবারও নতুন করে বড়মাথার তথ্য উঠে আসতে শুরু করেছে। নিহত বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার বলেন, "পুলিশ ভালো কাজ করেছে।" ধৃত কৃষ্ণ রজক সর্প সুপার। এই মূল চক্রী গ্রেফতার হওয়ার পর এতদিন যারা আড়ালে অথবা অন্তরালে রয়ে গিয়েছে, তাদের নাম হয়তো উঠে আসতে পারে। মালদার একজন জনপ্রিয় নেতাকে তার এলাকায় ঢুকে দিনের আলোতেই এলোপাথাড়ি গুলিতে খুন করছে দুষ্কৃতীরা। এত বড় সাহস হয় কি করে। অবশ্যই এর পিছনে বড় কাউরির প্রত্যক্ষ মদত রয়েছে। 

আরও পড়ুন- Kolkata Weather Update today: অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, কখন থেকে বদলাবে আববহাওয়া?

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ জানুয়ারি ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার নিজের এলাকা মহানন্দাপল্লিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন। একটি মোটর বাইকের করে আসা চারজন দুষ্কৃতী তৃণমূল নেতা বাবলা সরকারের গাড়ি ধাওয়া করেই মহানন্দাপল্লীতে এসে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে খুন করে। এই ঘটনার পর ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি এবং একদা সিপিএমের নেতা স্বপন শর্মা বিহারের তিন পেশাদার খুনিসহ মোট আটজন গ্রেফতার হয়েছিল। কৃষ্ণ রজক গ্রেফতারের পর সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো মোট ৯ জন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কৃষ্ণ রজকের বাড়ি ২২ নম্বর ওয়ার্ডের রেল কলোনি এলাকায়। পেশায় গোয়ালা কৃষ্ণ রজক মানুষের বাড়ি বাড়ি গোরুর দুধ সরবরাহ করে বেড়াত। একটা সময় গোরুর দুধ সরবরাহের কাজ বন্ধ করে জমি জায়গায় ব্যবসায় নেমে পড়েছিল অভিযুক্ত কৃষ্ণ রজক। কোনও কারণবশতঃ বাবলা সরকারের সঙ্গে অভিযুক্তের জমি জায়গার টাকা পয়সা হিসাব নিয়ে গোলমাল হয়ে থাকতে পারে বলেও ধারণা পুলিশের।

আরও পড়ুন- Madhyamik Result 2025:কবে প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল? চূড়ান্ত দিনক্ষণ অবশেষে জানিয়েই দিল পর্ষদ

এরই পাশাপাশি গোরুর দুধ বাড়ি বাড়ি সরবরাহ করার ক্ষেত্রেও পরিচয় হয়েছিল ধৃত নরেন্দ্রনাথ তেওয়ারি এবং স্বপন শর্মার সঙ্গে কৃষ্ণ রজকের। বাবলা সরকার খুনের ঘটনার পর পুলিশ তদন্ত করে দেখেছে এই কৃষ্ণ রজকের সঙ্গে ধৃত নরেন্দ্রনাথ তেওয়ারি এবং স্বপন শর্মার ফোনে একাধিকবার কথা হয়েছে । তাদের বাড়িতেও যাতায়াত ছিল, সিসিটিভি ফুটেছে সেই তথ্য উঠে এসেছে। কিন্তু তৃণমূল নেতা খুনের ঘটনায় যে ৫০ লক্ষ টাকা লেনদেন হয়েছিল, মূলত সেই টাকা এই কৃষ্ণ রজক এবং আরেক অভিযুক্ত বাবলু যাদবের হাত দিয়েই সরবরাহ করা হয়। এত মোটা অঙ্কের টাকা কোথায় পেয়েছিল তারা। সেটি নিয়েও এখন উত্তরের অপেক্ষায় রয়েছে জেলা পুলিশ। 

পুলিশ জানিয়েছে, বাবলা সরকার খুনের ঘটনার পর কৃষ্ণ রজক এবং বাবলু যাদবের গ্রেপ্তারের জন্য দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। যদিও বিহার থেকে কৃষ্ণ রজক গ্রেফতার হলেও এখনো গা-ঢাকা দিয়ে রয়েছে অভিযুক্ত বাবলু যাদব। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, বিহারের কাটিহার থেকে বাবলা সরকার খুনের মূল অভিযুক্ত কৃষ্ণ রজককে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি বাবলু যাদবের খোঁজ চালানো হচ্ছে।

আরও পড়ুন- North Sikkim rain: উত্তর সিকিমে লাগাতার বৃষ্টি, প্রবল দুর্যোগে হাজারেরও বেশি পর্যটক আটকে

Bengali News Today Malda Murder tmc