/indian-express-bangla/media/media_files/2025/10/18/rain-2025-10-18-08-03-33.jpg)
Kolkata weather update: ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।
Kolkata weather update: লম্বা ইনিংস খেলে অবশেষে বিদায় নিল বর্ষাকাল। ধীরে ধীরে রাজ্যজুড়ে প্রবেশ করছে শীত। গত কয়েকদিন ধরে শহর থেকে গ্রাম — সর্বত্রই সকাল ও সন্ধ্যায় পারদ পড়ছে। বিশেষ করে রাজ্যের গ্রামাঞ্চলে ক্রমেই বাড়ছে শীতের আমেজ।
তবে এই সময়েই নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুধু তাই নয়, রবিবারও বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলায়। কলকাতা শহরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল।
আরও পড়ুন- বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে ISF? জোট নিয়ে কী বললেন নওশাদ?
আগামী সোমবার, অর্থাৎ ২০ অক্টোবর কালীপুজো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর দিনে রাজ্যের অধিকাংশ অংশে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গেও দেখা দিতে পারে বৃষ্টি।
আরও পড়ুন-কালীপুজো ও দীপাবলিতে সবুজ বাজিতে ছাড়, পোড়ানোর সময় বেঁধে দিল কলকাতা পুলিশ
দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু অংশে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে, মাসের শেষের দিকেই রাজ্যে বাড়তে পারে শীতের দাপট। বিশেষত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি — বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে পারদ নামার সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়বে।
আরও পড়ুন-Rajeev Kumar: ফের খবরের শিরোনামে রাজীব কুমার, চর্চায় সারদা কেলেঙ্কারি! কী জানাল সুপ্রিম কোর্ট?
সেই সঙ্গে দেখা যেতে পারে সকালের কুয়াশা। আবহাওয়া দপ্তরের বার্তা, শীতের আগমনের আগে হালকা বৃষ্টি হলেও মাসের শেষের দিকেই বাড়বে ঠান্ডার আমেজ।