West Bengal News:গত পাঁচ বছরে দু'হাজারের বেশি সংস্থা পশ্চিমবঙ্গ থেকে নিজেদের দপ্তর সরিয়ে অন্য রাজ্যে নিয়ে চলে গিয়েছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী এই তথ্য প্রকাশ্যে আনার পরেই তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তুমুল আক্রমণে BJP। "মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিপর্যয়কর দুঃশাসন পশ্চিমবঙ্গকে ব্যবসার জন্য মরুভূমিতে পরিণত করেছে", এক্স হ্যান্ডেলে সোচ্চার রাজ্য BJP সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
সংসদে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের করা একটি প্রশ্নের উত্তরে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়েছেন, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গ থেকে ২২২৭টি সংস্থা তাদের দপ্তর অন্যত্র সরিয়ে নিয়ে চলে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যের পরই ফের একবার রাজ্যের শাসকদল তৃণমূলকে বিঁধে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি।
আগেই বিজেপির রাজ্যসভার সংসদ শমীক ভট্টাচার্য বলেছেন,"বাংলায় শিল্পের পরিবেশ নেই সেটা আবারও স্পষ্ট হয়ে গেল। অন্য রাজ্যে যখন নতুন-নতুন বিনিয়োগ আসছে তখন এখানে রাজ্যের শাসকদলের কারণে আড়াই হাজারের কাছাকাছি সংস্থা নিজেদের দপ্তর গুটিয়ে নিল।"
আরও পড়ুন- Business Ideas: বাড়িতেই কারবার, কম লগ্নিতে অল্প দিনেই বিপুল রোজগার
আরও পড়ুন- Kolkata Metro: 'বেয়াড়া' যাত্রীদের 'শবক' শেখাতে কড়া পদক্ষেপ কলকাতা মেট্রোর
Mamata Banerjee’s disastrous misrule has turned West Bengal into a wasteland for businesses. Between 2019-2024, a jaw-dropping 2,227 companies, including 39 listed ones, fled the state—seeking refuge in better-run regions. This corporate exodus is a damning verdict on her failure… pic.twitter.com/KqK7erdRkh
— BJP West Bengal (@BJP4Bengal) December 4, 2024
শমীক ভট্টাচার্যের সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়কর দুঃশাসন পশ্চিমবঙ্গকে ব্যবসার জন্য মরুভূমিতে পরিণত করেছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ৩৯ টি তালিকাভুক্ত কোম্পানি সহ মোট ২২২৭ টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে সুবিধাজনক রাজ্যে পালিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ব্যবসায়িক কাজকর্মকে দমিয়ে রাখে। এই সব কোম্পানিগুলির বাংলা ছেড়ে চলে যাওয়াটা এখানকার কর্মসংস্থান সৃষ্টিতে, বিনিয়োগ টানার ক্ষেত্রে এবং সর্বোপরি শিল্পের উন্নতির ক্ষেত্রে একটি বড়সড় ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ একটি অর্থনৈতিক অন্ধকারে ডুবে গেছে।"
Here is Mamata Banerjee’s report card on corporate exodus from West Bengal and what a massive disaster she is, as a Chief Minister.
— Amit Malviya (@amitmalviya) December 4, 2024
Between 2019 and 2024, a period of just five years, a staggering 2,227 companies relocated their registered offices from West Bengal to other… pic.twitter.com/V7PK63ZiGp