ভারতের দিকে চোখ তুলে তাকাতেই গুলিতে ঝাঁঝরা, সেনা-জঙ্গির এনকাউন্টারে নিকেশ ২ পাক জঙ্গি

এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে, ফলে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে বলে খবর পাওয়ার পরই যৌথ অভিযান শুরু হয়।

এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে, ফলে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে বলে খবর পাওয়ার পরই যৌথ অভিযান শুরু হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu Kashmir kupwara encounter

ভারতের দিকে চোখ তুলে তাকাতেই গুলিতে ঝাঁঝরা

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গুলির লড়াই চলছে। সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, অভিযানে এখন পর্যন্ত দুজন জঙ্গি নিহত হয়েছে। এলাকায় আরও কয়েকজন জঙ্গি  লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে, ফলে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Advertisment

আরও পড়ুন-'এক টাকাও দেবেন না', বিরাট বার্তা দিয়ে রাজ্য-রাজনীতিতে হুঙ্কার শুভেন্দুর

সেনা সূত্রে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে বলে খবর পাওয়ার পরই যৌথ অভিযান শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী গোটা অঞ্চল ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান জোরদার করে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সীমান্তের ওপার থেকে জঙ্গি কার্যকলাপের প্রবণতা আবারও বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisment

আরও পড়ুন- খগেন মুর্মু থেকে মনোজ ওরাঁও, আদিবাসী নেতাদের নিরাপত্তার দাবিতে পথে রাজ্য BJP

অন্যদিকে, ওয়ারসান এলাকার ব্রিজথোর জঙ্গলে সেনা ও পুলিশের যৌথ অভিযানে একটি জঙ্গি আস্তানার হদিশ মিলেছে।  সেই আস্তানা থেকে নিরাপত্তা বাহিনী দুটি একে-সিরিজ রাইফেল, চারটি রকেট লঞ্চার, প্রচুর পরিমাণে গুলি, বোমা এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম উদ্ধার করেছে। সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীনগরে চিনার কর্পসের কমান্ডরা গোপন তথ্যের ভিত্তিতেই  এই অভিযান চালায়। এলাকায় এখনও কিছু জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে, ফলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন- খাস কলকাতায় বিরাট প্রতারণার পর্দাফাঁস! সূত্রের খবরে অতর্কিতে হানা, কারা গ্রেফতার জানেন?

কুলগামের জঙ্গলে এর আগেও সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই অভিযানে দুই জঙ্গি নিহত ও দুই সেনা শহিদ হন। জানা গেছে, পহেলগাঁও হামলার পর প্রকাশিত ১৪ জন ওয়ান্টেড জঙ্গিদের তালিকাতেও তাদের নাম ছিল। 

Kashmir Encounter Encounter Army Encounter army