উত্তাল বিক্ষোভে ধুন্ধুমার, ব্যাপক হিংসা,লাঠিচার্জ, মৃত্যুমিছিল... জ্বলল বিজেপির পার্টি অফিস

লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে চলমান আন্দোলন বুধবার হিংসাত্মক আমার ধারণ করে । লেহ শহরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে চলমান আন্দোলন বুধবার হিংসাত্মক আমার ধারণ করে । লেহ শহরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ব্যাপক হিংসা,লাঠিচার্জ, মৃত্যুমিছিল... জ্বলল বিজেপির পার্টি অফিস

বৃহস্পতিবার লাদাখের লেহ শহরে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২২ জন পুলিশ কর্মীও রয়েছেন। এই ঘটনার পর লেহ জেলা প্রশাসন কারফিউ জারি করেছে। লেহ প্রশাসনের তরফে গুরতর সতর্কতা জারি করে বলা হয়েছে, এই ঘটনাটি একটি গুরুতর এবং দুঃখজনক ঘটনা।

Advertisment

লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে চলমান আন্দোলন বুধবার হিংসাত্মক আমার ধারণ করে । লেহ শহরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে এবং ভারতীয় জনতা পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়।

আরও পড়ুন- বাংলা বলার মাসুল! ভিনরাজ্যে বাংলার শ্রমিককে পিটিয়ে খুন, পুজোর মুখে চূড়ান্ত শোরগোল

Advertisment

এই পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে সমাজকর্মী সোনম ওয়াংচুক দাবি করেন, পুলিশের গুলিতে অন্তত ৩ থেকে ৫ জন যুবক নিহত হয়েছেন এবং বহু লোক আহত হয়েছেন। তবে তিনি সংযত থামানর আহ্বান জানিয়ে বলেন, হিংসা কোনো সমাধান নয়। পাশাপাশি তিনি জানান, বুধবার থেকে বিক্ষোভকারীরা তাঁদের ১৫ দিনের দীর্ঘ অনশন ধর্মঘট প্রত্যাহার করেছেন।

ওয়াংচুকের নেতৃত্বে বিক্ষোভকারীদের চারটি মূল দাবি রয়েছে— প্রথমত লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া, দ্বিতীয়ত সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা, তৃতীয়ত কার্গিল ও লেহকে পৃথক লোকসভা আসন করা এবং চতুর্থত স্থানীয়দের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া। এই দাবিগুলি পূরণ না হওয়ায় বুধবার লাদাখ জুড়ে বনধের ডাক দেওয়া হয়।

ওয়াংচুক বলেন, “লাদাখের তরুণ প্রজন্ম বছরের পর বছর ধরে বেকারত্বে ভুগছে। চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে তাঁদের। জমি ও সংস্কৃতি রক্ষার দাবি বহুবার জানানো হলেও কেন্দ্র এখনো সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। তাঁর বক্তব্যে, “আজ লাদাখে গণতন্ত্রের কোনো প্ল্যাটফর্ম নেই, ষষ্ঠ তফসিলের প্রতিশ্রুতিও পূরণ হয়নি। আমি তরুণ প্রজন্মকে বলব, হিংসার পথে হাঁটবেন না। এটি আমাদের পাঁচ বছরের আন্দোলনকে ব্যর্থ করে দেবে।”

আরও পড়ুন- উত্তাল রাজপথ, পুজোর মুখে এসএসসি প্রার্থীদের বিক্ষোভে তুলকালাম

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে তাকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলে কেন্দ্র। একই সঙ্গে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তবে গত কয়েক বছর ধরে লাদাখের মানুষ রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়ে আসছেন।

এই প্রেক্ষাপটে কেন্দ্র এবং লাদাখের প্রতিনিধিদের মধ্যে পরবর্তী বৈঠক আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৈঠকে লেহ অ্যাপেক্স বডি (LAB) এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA)-এর নেতারা উপস্থিত থাকবেন। এদিকে কার্গিল ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা সাজ্জাদ কার্গিল সামাজিক মাধ্যমে লিখেছেন, “লেহের হিংসা দুর্ভাগ্যজনক। একসময়ের শান্ত লাদাখ এখন সরকারের ব্যর্থ নীতির কারণে হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারের উচিত দ্রুত আলোচনা শুরু করে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবি মেনে নেওয়া।”

আরও পড়ুন- জমা জলে মৃত্যুমিছিল, দায় ঠেলাঠেলি, 'ক্ষুব্ধ' কলকাতা হাইকোর্ট, তড়িঘড়ি রিপোর্ট তলব

protest Ladakh