বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা, বিরাট বিপাকে লালু যাদব সহ RJD নেতৃত্ব

‘ল্যান্ড ফর জবস’ ও আইআরসিটিসি দুর্নীতি মামলায় আরজেডি সুপ্রিমো ও প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে।

‘ল্যান্ড ফর জবস’ ও আইআরসিটিসি দুর্নীতি মামলায় আরজেডি সুপ্রিমো ও প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

লালু যাদব পরিবারে, ‘ল্যান্ড ফর জবস’ ও আইআরসিটিসি দুর্নীতি মামলায় চার্জ গঠন করল আদালত।

বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা লালু প্রসাদ যাদবের পরিবারে, ‘ল্যান্ড ফর জবস’ ও আইআরসিটিসি দুর্নীতি মামলায় চার্জ গঠন করল আদালত। 

Advertisment

বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ধাক্কা খেল রাজ্যের আরজেডি (RJD) নেতৃত্ব। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ‘ল্যান্ড ফর জবস’ ও আইআরসিটিসি দুর্নীতি মামলায় আরজেডি সুপ্রিমো ও প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিহার নির্বাচনের আগে লালু পরিবারের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল বলেই মনে করছে ওয়াকিবহলমহল। 

আরও পড়ুন- ‘ভুলভাবে প্রচার হচ্ছে আমার কথা’, ধর্ষণকাণ্ডে কী মন্তব্য ছিল মমতার? যার জেরে এই সাফাই

Advertisment

আদালত অভিযুক্তদের বিরুদ্ধে IPC 420 (প্রতারণা), IPC 120B (ষড়যন্ত্র) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 13(2) ও 13(1)(d) ধারায় চার্জ গঠন করেছে। শেষ দুটি ধারা শুধুমাত্র লালু যাদবের ক্ষেত্রে প্রযোজ্য। এদিন আদালতে লালু, রাবড়ি ও তেজস্বী — তিনজনেই আদালতে জানিয়েছেন তাঁরা  বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। রাবড়ি দেবী বলেন, “এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা।”

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এই মামলায় একটি বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, এই মামলায়  লালু পরিবারের প্রত্যক্ষ আর্থিক সুবিধা পেয়েছে, যদিও ঘুষের সরাসরি প্রমাণ আপাতত পাওয়া যায়নি।

রবিবার (১২ অক্টোবর) দিল্লিতে পৌঁছে সোমবার আদালতে হাজিরা দিতে যান লালু প্রসাদ যাদব। অসুস্থতার কারণে তিনি হুইলচেয়ারে করে আদালতে আসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব ও ঘনিষ্ঠ সহযোগী প্রেমচাঁদ গুপ্ত। 

এই মামলাটি ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে লালু প্রসাদ যাদবের রেলমন্ত্রী থাকাকালীন আইআরসিটিসি হোটেল রক্ষণাবেক্ষণের চুক্তি প্রদান সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, দুটি হোটেলের রক্ষণাবেক্ষণের চুক্তি বিজয় ও বিনয় কোচারের মালিকানাধীন সুজাতা হোটেলস প্রাইভেট লিমিটেড-কে বেআইনিভাবে দেওয়া হয়েছিল। মামলায় মোট ১৪ জন অভিযুক্ত রয়েছেন। আদালত ২৯ মে মামলার শুনানি শেষ করে রায় সংরক্ষণ করে, এবং পরে ২৪ সেপ্টেম্বর বিচারক  অভিযুক্তদের হাজিরা দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন- সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, আর্তনাদ, হাসপাতালে হাহাকার

সিবিআই-এর অভিযোগ অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে রেলমন্ত্রী থাকার সময় লালু প্রসাদ যাদব গ্রুপ-ডি পদের চাকরির বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে তাঁদের জমি বা সম্পত্তি খুব কম দামে নিজের পরিবারের নামে নেন। এই মামলায় ২০২২ সালের মে মাসে সিবিআই চার্জশিট দাখিল করে, যেখানে লালু যাদব, রাবড়ি দেবী, তেজস্বী যাদব, মিসা ভারতীসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়। তদন্তে দাবি করা হয়েছে, পাটনা ও তার আশপাশের বেশ কিছু জমি লালু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের নামে হস্তান্তর করা হয়েছিল।

বিহার নির্বাচনের প্রাক্কালে আদালতের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লালু পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠন আরজেডি-র ভাবমূর্তিতে বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন- 'মেয়েকে আর বাংলায় রাখতে চাই না', দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অসহায় বাবার কাতর আর্তি


Lalu Prasad Yadav