/indian-express-bangla/media/media_files/2025/01/16/Z8g7Or5qu1Xr6EDI8nwZ.jpg)
Rajarhat Police Station: রাজারহাট থানা।
Land sold without owners knowledge in Rajarhat: মালিকের অগোচরে জালিয়াতি করে জমি বিক্রির অসাধু চক্র সক্রিয় রাজ্যে। আপনি জানতেই পারবেন না যে কখন আপনার জমির মালিকানা বদলে গেল। এবার এমন একটি জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে রাজারহাটি থানার পুলিশ। জানা গিয়েছে, ওই জমির মূল্য প্রায় ২ কোটি টাকার ওপর।
জমির মালিক রাজারহাট জগদীশপুর এলাকার বাসিন্দা প্রদীপ ঘোষ মিউটেশন করতে গিয়ে দেখেন তাঁর জমি উধাও। মালিকের নাম বদলে গিয়েছে। পৈত্রিক জমি ফিরে পেতে রাজারহাট থানার দ্বারস্থ হন জমির মালিক। অভিযোগ পেয়ে তদন্তে নেমে জমি জালিয়াতি চক্রের চারজনকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। এদেরকে রাজারহাটের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত অনুপ সাউ, শাজাহান আলি, কৌশিক মুখোপাধ্যায় রাজারহাট এলাকার বাসিন্দা ও বাবুল হোসেন ভাঙড়ের পোলেরহাটের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, প্রদীপ ঘোষ গত ১৪ জানুয়ারি রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাজারহাট জগদীশপুর এলাকায় তাঁর ২১ কাটা জমি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ২ কোটি টাকা। রাজারহাট বিএলআরও দফতরে জমির মিউটেশন করাতে গিয়ে জানতে পারেন তাঁর জমি বিক্রি হয়ে গিয়েছে। জমির মালিক অন্য ব্যক্তি। জমি জালিয়াতি করে বিক্রি করা হয়েছে বুঝতে পেরে রাজারহাট থানায় অভিযোগ করেন প্রদীপ ঘোষ।
আরও পড়ুন- West Bengal News Live: সরানো হল স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে, স্যালাইন-কাণ্ডের জেরেই এই পদক্ষেপ?
প্রদীপ ঘোষের অভিযোগ, তাঁর আধার কার্ড, প্যান কার্ড সহ জাল দলিল করে জমির মালিক সেজে জমি বিক্রি করে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ বুধবার সন্ধ্যায় প্রথমে এক জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ওই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। জমি জালিয়াতি কাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।
এখনও পর্যন্ত অধরা মূল অভিযুক্ত মোহাম্মদ কুরবান (জমির মালিক সেজেছিল)। এছাড়াও পুলিশের অনুমান, এই জমি জালিয়াতি চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনা আছে। ধৃত চারজনকে বারাসাত আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে মূল অভিযুক্ত সহ এই চক্রের অন্যান্যদের খোঁজ চালাবে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে জমিটি ২ কোটি ১২ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে।