Saline Controversy: 'ওঁরা দায়িত্ব পালন করলে মা-সন্তানকে বাঁচানো যেত', স্যালাইন-কাণ্ডে চিকিৎসকদের তুলোধনা মমতার

Medinipur Saline Controversy: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন দেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। তাঁদেরই একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে।

Medinipur Saline Controversy: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন দেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। তাঁদেরই একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Saline Controversy,saline case, Mamata Banerjee,স্যালাইন কাণ্ড,মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়

Saline Controversy:স্যালাইন-কাণ্ডে (Saline Controversy) এবার চিকিৎসকদেরকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "তাঁরা দায়িত্ব সঠিকভাবে পালন করলে মাকে এবং সন্তানকে বাঁচানো যেত।" চিকিৎসকদের একাংশকে তুলোধোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

স্যালাইন-কাণ্ডে তোলপাড় রাজ্যজুড়ে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পর পরই পাঁচ প্রসূতি আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। অভিযোগ, ওই প্রসূতিদের হাসপাতাল থেকে স্যালাইন দেওয়ার পরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হয়ে এক প্রসূতির মৃত্যু পর্যন্ত হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে স্যালা নিয়ে অসুস্থ হওয়া এক প্রসূতির সদ্যোজাত শিশুরও মৃত্যু হয়েছে।

মেদিনীপুর মেডিকেল কলেজের এই ঘটনায় এবার চিকিৎসকদের একাংশকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, "মানুষের ভাগ্য যাঁদের কাছে নির্ধারিত হয়, যাঁদের হাতে সন্তানের জন্ম হয়, তাঁরা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতেন তাহলে মা এবং সন্তানকে বাঁচানো যেত।"

Advertisment

আরও পড়ুন- Saline Controversy: 'গিনিপিগের মতো মানুষের শরীরে পরীক্ষার জন্যই স্যালাইন?', প্রশ্ন আইনজীবীর, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের!

মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় এদিন ১২ জন চিকিৎসককে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসক-জুনিয়র চিকিৎসক মিলে ১২ জনকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, "আমাদের সরকারের একটা পলিসি আছে। সিনিয়র চিকিৎসকদের ৮ ঘন্টা ডিউটি করার কথা। সঠিক সময়ে চিকিৎসা এবং পরিষেবা দিতে হবে তাঁদের। প্রসূতি মায়েদের সিজার করার কথা সিনিয়র চিকিৎসকদের। রোগীদের পরিষেবা দেওয়া চিকিৎসকদের কাজ।"

আরও পড়ুন- West Bengal News Live: সরানো হল স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে, স্যালাইন-কাণ্ডের জেরেই এই পদক্ষেপ?

উল্লেখ্য, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পরপরই স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের। অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ জন। তাদের মধ্যে মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। একজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকেই সুস্থ হয়েছেন। তবে বৃহস্পতিবার সকালেই রেখা সাউ নামে ওই প্রসূতির সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। জন্মের পর থেকেই শারীরিক নানা অসুস্থতা নিয়ে ভেন্টিলেশনে চিকিৎসাধীন ছিল ওই সদ্যোজাত শিশুটির। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন- Saline Controversy: 'বিষাক্ত' স্যালাইন কাণ্ড, মৃত্যু সদ্যোজাত শিশুর, মেদিনীপুর মেডিক্যালে কান্নার রোল

অন্যদিকে স্যালাইন নেওয়ার পর বাকি যে তিনজন অসুস্থ হয়ে পড়েছিলেন সেই তিন প্রসূতিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা এখনও সংকটজনক। ওই তিন প্রসূতির চিকিৎসা SSKM হাসপাতালে তৈরি হয়েছে মেডিকেল বোর্ড।

Bangla News Saline Controversy news of west bengal news in west bengal CM Mamata banerjee Bengali News Today