/indian-express-bangla/media/media_files/2024/12/26/YZuhDEBOWauo4fB3iEmO.jpg)
Alipurduar News: চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ।
leopard trapped in cage Mathura tea garden of Alipurduar: দীর্ঘ লড়াই শেষে অবশেষে খাঁচা বন্দি চিতাবাঘ (Leopard)। বিরাট স্বস্তি আলিপুরদুয়ারের মথুরা চা বাগানের ১৭ নম্বর সেকশনে। বৃহস্পতিবার সকালে চিতাবাঘটিকে খাঁচাবন্দি করে ফেলেন বনদপ্তরের কর্মীরা। চিকিৎসার পর চিতাবাঘটিকে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে গত কয়েকদিন ধরে চিতাবাঘের আতঙ্কে কার্যত তটস্থ ছিলেন চা শ্রমিকরা। ঘর ছেড়ে চা তোলার কাজে যোগ দিতেই তাঁরা ভয় পাচ্ছিলেন। বনদফতরের কর্মীরাও তক্কে-তক্কে ছিলেন, কিন্তু কিছুতেই ফাঁদে ধরা দিচ্ছিলনা চিতিবাঘটি।
গত কয়েকদিনে চিতা বাঘটি এলাকার বেশ কয়েকটি গরু, ছাগল কুকুরকে মেরে ফেলেছে। চিতাবাঘ ধরতে চেষ্টার কসুর করেনি বনদফতর। তবুও কিছুতেই তাকে ধরা যাচ্ছিল না। তবে শেষমেষ ফাঁদে ধরা দিয়েছে চিতাবাঘ।
চিতাবাঘটিকে ধরতে খাঁচা পাতা হয়েছিল। টোপ দিয়ে চিতাবাটিকে খাঁচাবন্দি করে ফেলেন বনকর্মীরা। তবে এলাকার চা শ্রমিকদের দাবি ওই এলাকায় আরও একটি চিতা বাঘ রয়েছে। সেটির জন্যও বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। এব্যাপারে বনদপ্তরের কর্মীদেরও অনুরোধ করেছেন তাঁরা।
এদিকে, ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে পড়শি রাজ্য ঝাড়খণ্ড হয়ে একটি বাঘিনী ঢুকে পড়েছে এরাজ্যের জঙ্গলমহলে। ঝাড়গ্রামের জঙ্গল ছেড়ে বাঘিনী জিনাত এখন আশ্রয় নিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। বান্দোয়ানের রাইকার জঙ্গলে গত কয়েকদিন ধরে ঘাপটি মেরে রয়েছে ওই রয়্যাল বেঙ্গল টাইগার। টোপ দিয়ে গত কয়েকদিন ধরে বাঘটি ধরার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা।
কিন্তু কিছুতেই ফাঁদে ধরা দিচ্ছে না বাঘ। বাঘের আতঙ্কে কার্যত ঘুম ছুটেছে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের। বিপদ এড়াতে গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে জাল দিয়ে। সেই সঙ্গে টোপ দিয়ে বাঘা ধরারও চেষ্টা চলছে। বাঘ কাবু করতে বান্দোয়ানে রয়েছে সুন্দরবনের ব্যাঘ্র বিশেষজ্ঞ দল।