Advertisment

Dorina Crossing:ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে 'অভয়া ক্রসিং' করার দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের

RG Kar Incident-Dorina Crossing: আরজি কর কাণ্ডে ন্যা বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন জারি রয়েছে। এবার নির্যাতিতার স্মৃতিতে রাস্তার নামকরণের দাবি চিকিৎসক সংগঠনের।

author-image
IE Bangla Web Desk
New Update
dorina crossing,abhaya crossing,kolkata news,rg kar,কলকাতার খবর,ডোরিনা ক্রসিং

Dorina Crossing: ডোরিনা ক্রসিং।

Letter to Mamata Banerjee demanding to change name of Dorina Crossing to Abhaya Crossing: এবার আরজি করের নির্যাতিতা তরুণীর স্মৃতিতে রাস্তার নামকরণের দাবি তুলেছে চিকিৎসকদের সংগঠন। কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের নাম বদলের প্রস্তাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছে চিকিৎসকদের সংগঠন। ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে 'অভয়া ক্রসিং' করা হোক, এই দাবি জানিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি লিখেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।

Advertisment

আরজি কর (RG Kar) কাণ্ডে ন্যায় বিচার চেয়ে ফের একবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছে চিকিৎসকদের একাংশ। কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে ধর্মতলায় ২৬ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসকদের ধরণা-বিক্ষোভ। এরই মধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে 'অভয়া ক্রসিং' করার আবেদন জানানো হয়েছে চিঠিতে।

আরজি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে একটানা সুর চড়িয়ে চলেছেন চিকিৎসক সমাজের একটা বড় অংশ। চিকিৎসকদের একাধিক সংগঠনের পাশাপাশি অন্য সামাজিক সংগঠন ও বহু সাধারণ নাগরিক প্রতিবাদে সামিল হয়েছেন। আরজি কর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে বিভিন্ন সময়ে উত্তাল হয়েছে শহর কলকতার রাজপথ। প্রতিবাদের ঢেউ আচড়ে পড়েছে শহরতলি থেকে শুরু করে জেলায়-জেলায়। 

আরও পড়ুন- West Bengal News Live:পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে 'রয়্যাল বেঙ্গল রহস্য', গ্রাম ঘেরা হল জালে

Advertisment

আরও পড়ুন- picnic spots near kolkata: চড়ুইভাতির মজা নিন চেটেপুটে, রইল কলকাতার কাছেই সেরা ৫ পিকনিক স্পটের সন্ধান

কিছুদিন আগেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকদের একাধিক সংগঠন। বিচারের নামে প্রহসন চলছে বলেও অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। অন্যদিকে, আরজি করের নির্যাতিতার বাবা-মা সিবিআই তদন্তে সন্তুষ্ট নন। নতুন করে তদন্তের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন- Purba Bardhaman News: পুলিশকে চুড়ি পরানোর হুঁশিয়ারি তৃণমূল নেতার, বিধায়কের মুখে আরও 'বড় কথা'!

Bangla News news of west bengal RG Kar Case news in west bengal CM Mamata banerjee Bengali News Today cbi
Advertisment