plane crash:ফের বিরাট বিমান দুর্ঘটনা! আমেরিকায় নামার সময়েই ধাক্কা অন্য উড়ানে, মুহূর্তে বিধ্বংসী আগুন

Montana plane crash: যাত্রীদের নিয়ে অবতরণের সময়েই ঘটে গেল বড়সড় বিপত্তি। অন্য বিমানের সঙ্গে সজোরে ধাক্কায় বিরাট আগুন।

Montana plane crash: যাত্রীদের নিয়ে অবতরণের সময়েই ঘটে গেল বড়সড় বিপত্তি। অন্য বিমানের সঙ্গে সজোরে ধাক্কায় বিরাট আগুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Montana plane crash, Kalispell City Airport news, Montana aiport crash, montana aircraft collision, FAA investigation, small plane fire in montana, passenger safety incident, aviation accidents, Socata TBM 700, Kalispell news, emergency landing, বিমান দুর্ঘটনা, আমেরিকায় বিমান দুর্ঘটনা

Montana plane crash: দুর্ঘটনার পরের মুহূর্তের ছবি।

Montana aiport crash:সোমবার আমেরিকার মন্টানা বিমানবন্দরে অবতরণের সময় চারজন আরোহী নিয়ে একটি ছোট বিমানের পার্কিংয়ে থাকা অন্য একটি বিমানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে একটি বিমানে বিশাল আগুন লেগে যায়। তবে এই বিপত্তির জেরে কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Advertisment

ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিওর মতে, সোমবার দুপুর ২টার দিকে (স্থানীয় সময়) চারজন আরোহী নিয়ে একটি একক ইঞ্জিন বিমান ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল, সেই সময় বিমানবন্দরে পার্ক করা একটি বিমানের সাথে সংঘর্ষ হয়, যার ফলে আগুন লেগে যায় এবং এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

মার্কিন বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর দেওয়া তথ্য অনুযায়ী, একক ইঞ্জিনের বিমানটি ছিল সোকাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ এবং এটি আমেরিকার মন্টানা রাজ্যের ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবস্থিত একটি খালি বিমানকে ধাক্কা দেয়।

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates:'হম্বিতম্বি' আর বরদাস্ত নয়! সামনে ডেকে হুমায়ুনকে 'জব্দ' অভিষেকের, দিলেন কড়া বার্তা

পুলিশ প্রধান ভেনেজিও বলেন, দুটি বিমানের সংঘর্ষের ফলে বিশাল আগুন লেগে যায়। সেই আগুন নিভে যাওয়ার আগেই ঘাসের চারপাশে ছড়িয়ে পড়ে। ক্যালিস্পেল সিটি বিমানবন্দর, যেখানে ঘটনাটি ঘটেছে, উত্তর-পশ্চিম মন্টানার প্রায় ৩০,০০০ জনসংখ্যার শহর ক্যালিস্পেলের দক্ষিণে অবস্থিত।

আরও পড়ুন- Kolkata Weather Update:বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোন জেলাগুলিতে?

ক্যালিস্পেল ফায়ার চিফ জে হ্যাগেন কিছু প্রত্যক্ষদর্শীকে ঊদ্ধৃত করে জানিয়েছেন, দক্ষিণ দিক থেকে একটি বিমান এসে বিমানবন্দরে অবতরণ করে এবং অন্য একটি বিমানের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এপি জানিয়েছে। 

আরও পড়ুন-TMC Leader Murder:ফের নৃশংস হত্যাকাণ্ড! বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূলের দাপুটে নেতা

হ্যাগেন আরও জানান, অবতরণের পর বিমানটিতে আগুন ধরে যায়, তবে বিমানটি থেমে যাওয়ার পর পাইলট এবং তিন যাত্রী নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় দু'জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন এবং তাদের বিমানবন্দরেই চিকিৎসা করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে এফএএ।

plane crash America airplane