LPG gas price: মাস পয়লায় বড়সড় স্বস্তি! এক ধাক্কায় কত টাকা কমল গ্যাসের দাম?

Cylinder price drop: ফের কমানো হল গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতার পাশাপাশি দেশের অন্য শহরগুলিতেও কমেছে গ্যাসের দাম। স্বভাবতই এই এলপিজি সিলিন্ডারের দাম কমার জেরে খানিকটা হলেও স্বস্তি মিলবে।

Cylinder price drop: ফের কমানো হল গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতার পাশাপাশি দেশের অন্য শহরগুলিতেও কমেছে গ্যাসের দাম। স্বভাবতই এই এলপিজি সিলিন্ডারের দাম কমার জেরে খানিকটা হলেও স্বস্তি মিলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
commercial lpg cylinder price hike from 1 march 2025: বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি

Gas cylinder price reduced: কমল গ্যাসের দাম।

LPG price May 2025: মাস পয়লায় বড়সড় স্বস্তি! সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমানো হল। একধাক্কায় ১৭ টাকা কমল গ্যাসের দাম। এলপিজি সিলিন্ডারের নতুন এই দাম বুধবার মাঝরাত থেকেই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে তেল সংস্থাগুলি। দেশের বিভিন্ন শহরের পাশাপাশি কলকাতাতেও গতকাল মাঝরাত থেকেই কমেছে গ্যাস সিলিন্ডারের দাম।  

Advertisment

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭ টাকা করে কমেছে। বুধবার মধ্যরাত থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের এই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলি। বৃহস্পতিবার থেকে কলকাতায় প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৮৫১ টাকা ৫০ পয়সা। গত মাসে অর্থাৎ এপ্রিল মাসে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৬৮ টাকা ৫০ পয়সা। 
কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই, চেন্নাইতেও ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে খানিকটা হলেও স্বস্তি পাবেন ছোট-মাঝারি হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলেও বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে। অর্থাৎ কলকাতায় ১৪.২ কেজির গ্যাসের সিলিন্ডারের দাম এখনও ৮৭৯ টাকা।

আরও পড়ুন- Kolkata News Live Update: 'মমতা সঙ্গে থাকলে মিত্র, না থাকলে শত্রু, এটা মানি না', দিলীপ-বচনে তুঙ্গে চর্চা!

জানা গিয়েছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এর আগে মার্চ মাসে কলকাতায় ছিল সিলিন্ডার পিছু ১৯১৩ টাকা। এরপর গত এপ্রিল মাসের শুরুর দিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছিল ১৮৬৮ টাকা ৫০ পয়সা। ১৯ কেজির সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৪৪ টাকা কমে গিয়েছিল।

Advertisment

আরও পড়ুন- Kolkata Weather Update today: তুমুল বৃষ্টির দোসর আজ কালবৈশাখী! দুপুর গড়ালেই জোরালো দুর্যোগ কোন কোন জেলায়?

এবার ফের একবার ১৭ টাকা দাম কমানো হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। কলকাতায় সেই দাম এখন ১৮৫১ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাস মূলত ছোট-বড় হোটেল, রেস্তোরাঁগুলিতেই ব্যবহার করা হয়। যাই হোক মে মাসের শুরুতেই ফের একবার এই এলপিজি সিলিন্ডারের দাম কমায় হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা খানিকটা হলেও স্বস্তি পাবেন।

আরও পড়ুন- Train Cancellation: একটানা ১৯ দিনের ভোগান্তি, দফায়-দফায় ২০০-র বেশি লোকাল ট্রেন বাতিল

LPG Price Reduce LPG Price Commercial LPG LPG Cylinder LPG