/indian-express-bangla/media/media_files/2025/10/14/today-2025-10-14-10-13-17.jpg)
Aaj Tak anchor controversy:লুধিয়ানার মহল্লা ঘাটি বাল্মীকির বাসিন্দা এবং ভাবধাসের জাতীয় সমন্বয়কারী চৌধুরী যশপালের অভিযোগের ভিত্তিতে এফআইআর-টি নথিভুক্ত করা হয়েছে।
Valmiki remarks row:হিন্দি নিউজ চ্যানেল আজতক–এর জনপ্রিয় সংবাদ উপস্থাপক ও ব্যবস্থাপনা সম্পাদক অঞ্জনা ওম কাশ্যপ, ইন্ডিয়া টুডে গ্রুপের চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফ আরুণ পুরি, এবং সংস্থা লিভিং মিডিয়া ইন্ডিয়া লিমিটেড–এর (ইন্ডিয়া টুডে গ্রুপ) বিরুদ্ধে ভল্মীকী সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করেছে লুধিয়ানা পুলিশ।
এই মামলা দায়ের হয়েছে ভারতীয় ভল্মীকী ধর্ম সমাজ (BHAVADHAS)-এর জাতীয় সমন্বয়ক চৌধুরী যশপাল–এর অভিযোগের ভিত্তিতে। যশপাল অভিযোগ করেছেন, “অঞ্জনা কাশ্যপ জাতীয় টেলিভিশনে ভগবান মহর্ষি ভল্মীকীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। আমরা তাঁর অবিলম্বে গ্রেফতার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।”
BHAVADHAS–এর মুখ্য সমন্বয়ক ও আম আদমি পার্টির নেতা, পাশাপাশি পাঞ্জাব সরকারের দলিত বিকাশ বোর্ডের চেয়ারম্যান বিজয় দানবও একই দাবি জানিয়ে বলেন, “কাশ্যপ ভল্মীকীজির অপমান করেছেন। আমরা তাঁর দ্রুত গ্রেফতার চাই।”
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৯ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করা) এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইন–এর ৩(১)(ভি) ধারায় দায়ের করা হয়েছে।
লুধিয়ানার ৪ নম্বর ডিভিশন থানার এসএইচও ইন্সপেক্টর গগনপ্রীত সিংহ জানান, “এসসি/এসটি আইনের বিধি অনুসারে তদন্ত একটি ডিএসপি পদমর্যাদার অফিসারকে দেওয়া হবে। ফাইলটি কমিশনারের অফিসে পাঠানো হয়েছে।”
লুধিয়ানা পুলিশ কমিশনার স্বপন শর্মা বলেন, “আইনি পরামর্শ নিয়েই মামলা দায়ের করা হয়েছে। অন্তত ১৩টি দলিত ও তফসিলি জাতি সংগঠন লিখিতভাবে অভিযোগ করেছিল যে, ওই অনুষ্ঠানে ব্যবহৃত ভাষা ও ভঙ্গি ছিল অবমাননাকর। তদন্ত এখনও চলছে।”
আরও পড়ুন-Dipak Sarkar passes away:বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার
এদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে অঞ্জনা ওম কাশ্যপ এক বিবৃতিতে বলেন,“লুধিয়ানায় দায়ের হওয়া এফআইআরে উল্লিখিত অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। সংশ্লিষ্ট অনুষ্ঠানটি ছিল শ্রদ্ধাশীল ও ভারসাম্যপূর্ণ, সাংবাদিকতার নীতিনির্ধারিত মান বজায় রেখেই প্রচারিত হয়েছিল। পুরো ফুটেজে কোথাও ভগবান মহর্ষি ভল্মীকীর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়নি।”
তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু সম্পাদিত ও বিভ্রান্তিকর ক্লিপ ছড়িয়ে পড়েছে, যা অনুষ্ঠানের মূল ভাব বিকৃত করছে। আমরা আদালতের দ্বারস্থ হব এবং এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।”