Madhyamgram Blast: মধ্যমগ্রামে বিস্ফোরণে মৃত্যু, বড়সড় নাশকতার ছকের আশঙ্কায় খোদ পুলিশ সুপার

North 24 Parganas: গত রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম হাইস্কুলের কাছেই বিস্ফোরণ ঘটে। মারাত্মক ওই বিস্ফোরণে একজন নিহত হয়েছে।

North 24 Parganas: গত রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম হাইস্কুলের কাছেই বিস্ফোরণ ঘটে। মারাত্মক ওই বিস্ফোরণে একজন নিহত হয়েছে।

author-image
Joyprakash Das
New Update
Explosion in Madhyamgram,মধ্যমগ্রামে বিস্ফোরণ,One killed,একজন নিহত,Police superintendent concerned,পুলিশ সুপার শঙ্কিত,Major sabotage plot suspicion,	বড়সড় নাশকতার ছকের আশঙ্কা,Investigation underway,তদন্ত চলছে,Public safety risk,জনসুরক্ষা ঝুঁকি,নিরাপত্তা সতর্কতা, Outside Madhyamgram High School,	মধ্যমগ্রাম হাই স্কুলের বাইরে, Rising concerns,উদ্বেগ বাড়ছে

Explosion in Madhyamgram: মধ্যমগ্রামে বিস্ফোরণস্থলে ফরেনসিক বিষেশজ্ঞরা।

মধ্যমগ্রামের বিস্ফোরণ কোনও স্বাভাবিক বোমা ফেটে হয়নি। সেকথা জানিয়েছেন খোদ পুলিশ সুপার প্রতীক্ষা ঝরখড়িয়া। এসটিএফ এই ঘটনার তদন্ত করছে। জেলা পুলিশ সহযোগিতা করছে। 

Advertisment

পুলিশ সুপার প্রতীক্ষা ঝরখড়িয়া বলেন, "প্রাথমিক ভাবে এক্সপার্টরা বলছেন ইলেকট্রনিকস ডিভাইসের মিস হ্যান্ডলিংয়ের কারণে এই বিষ্ফোরণ হয়েছে। তবে এটা কতটা তা শক্তশালী তা এখনও বলা যাচ্ছে না। স্যাম্পেল নেওয়া হয়েছে। পরাীক্ষা করার পর বলা যাবে। মৃত যুবকের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে মনে করা হচ্ছে এখানকার কারও সঙ্গে ওই যুবকের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তদন্ত চলছে।" 

বিস্ফোরণে নিহত যুবকের নাম সচ্চিদান্দ মিশ্র। তিনি ভিনরাজ্যের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। শুধু কি ব্যক্তিগত সম্পর্কের জন্যই সচ্চিদানন্দ মধ্যমগ্রামে এসেছিলেন? তা নিয়ে ধন্দ রয়েছে। 

Advertisment

স্বভাবতই NIA পুরো ঘটনার ওপর নজর রেখেছে। তদন্তকারীরা মনে করছেন, সাদামাটা বোমা নয়, একেবারে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে এক ভিনরাজ্যের যুবক রাত-বিরেতে বাংলায় ঘুরে বেরোচ্ছে। CCTV ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে। এলাকার সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়ে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট রয়েছে।

আরও পড়ুন- Gopal Chandra Mukherjee:'গঙ্গার ওপার পর্যন্ত হিন্দুস্তান, এপার পাকিস্তানের', সুরাওয়ার্দির প্ল্যানটা আগেই জেনে ফেলেছিলেন গোপালচন্দ্র মুখার্জি

মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে ওভারব্রিজের নিচে রবিবার গভীর রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দিনের বেলায় এই এলাকা ভিড়ে গিজ গিজ করে। স্বাভাবিকভাবেই তাই মানুষের মধ্যে অতঙ্ক থেকে গিয়েছে। দিনে এই বিস্ফোরণ হলে কি হতে পারত? মঙ্গলবারও মধ্যমগ্রাম হাইস্কুলে পড়ুয়ারা সংখ্যায় কম এসেছিলেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- Kolkata weather today:সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস কোন জেলাগুলিতে? দুর্যোগ চলবে কতদিন?

NIA Madhyamgram Blast