/indian-express-bangla/media/media_files/2025/10/05/cyclone-shakti-2025-10-05-08-38-21.jpg)
October low pressure: প্রতীকী ছবি।
সকাল-সন্ধ্যার হালকা শীতল হাওয়া, আকাশে পরিষ্কার রোদ — রাজ্যজুড়ে ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা, জানাচ্ছে প্রকৃতি। শহর থেকে জেলা— সর্বত্রই তাপমাত্রা ক্রমশ কমছে, আবহাওয়ার আমেজে বইছে শীতের আগমনী সুর।
এর মধ্যেই ফের একবার নিম্নচাপের চোখ রাঙানি। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের ২৫ অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি অতি শক্তিশালী নিম্নচাপ।
আরও পড়ুন- Adhir Chowdhury:“বাংলার নির্বাচনে চুরি-বাটপারি নতুন নয়”, SIR নিয়ে BJP-র সুরেই সুর মেলালেন অধীর
সংবাদসংস্থা 'দ্য ডেইলি হিনটস' ইউরোপীয় ইউনিয়নের ওয়েদার ফোরকাস্ট সিস্টেম (ECMWF)-কে ঊদ্ধৃত করে জানিয়েছে, ওই দিন ভোরের দিকে দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে এই নিম্নচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে ২৭ অক্টোবরের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রাথমিক অনুমান, সেই ঘূর্ণিঝড় তামিলনাড়ু উপকূল বরাবর এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল, বিশেষ করে গোপালপুরের কাছাকাছি স্থানে স্থলভাগে আছড়ে পড়তে পারে।
তবে স্বস্তির খবর, এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে খুব বেশি পড়বে না। রাজ্যে আপাতত ঝড়-বৃষ্টির আশঙ্কা নেই। রাজ্যজুড়ে থাকবে মনোরম হালকা শীতের আমেজ।
আবহাওয়াবিদদের মতে, অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ওই সময় থেকে কুয়াশার দাপটও বাড়বে রাজ্যের একাধিক জেলায়।