Advertisment

Jagadhatri Puja 2024: চন্দননগরের দিকে-দিকে 'কলকাতা'! জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে সুরুচি, ত্রিধারা, কাশীবোস লেনের থিম!

Jagadhatri Puja 2024: কলকাতার নামকরা সব দুর্গাপুজোর মণ্ডপ এবার দেখুন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। কোন মণ্ডপে কোন থিম? জানুন ঝটপট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Jagadhatri Puja 2024,Chandannagar Jagadhatri Puja 2024,Chandannagar,Suruchi Sangha,Tridhara,Kashi Bose Lane Durga Puja, Durga Puja,Durga Puja 2024,জগদ্ধাত্রী পুজো ২০২৪,চন্দননগর,কলকাতার কোন দুর্গাপুজোর থিম চন্দননগরের কোন জগদ্ধাত্রী পুজোয় হচ্ছে

দেবী জগদ্ধাত্রী।

Jagadhatri Puja 2024: দুর্গাপুজো মিটতেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর তোড়জোড় পুরোদমে শুরু। হুগলি নদীর পাড়ের এ শহরে ইতিমধ্যেই জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি পড়েছে। রঙিন আলোকমলায় আবারও সেজে উঠবে একদা ফরাসডাঙা বলে পরিচিত চন্দননগর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার কলকাতার নামকরা সব দুর্গাপুজো মণ্ডপ দেখা যাবে। সুরুচি সংঘ থেকে শুরু করে মুদিয়ালি ক্লাব, উত্তর কলকাতার কাশী বোস লেন-সহ কলকাতার তাবড় দুর্গাপুজোর মণ্ডপ যাচ্ছে চন্দননগরে।

Advertisment

এবারের জগদ্ধাত্রী পুজোয় হুগলি নদীর পাড়ের চন্দননগরে কলকাতার একাধিক বড় দুর্গাপুজোর মণ্ডপ নিয়ে যাওয়া হচ্ছে। সুরুচি সংঘের মণ্ডপ যাচ্ছে চন্দননগরের নিয়োগী বাগানের জগদ্ধাত্রী পুজোয়। ঠিক তেমনই উত্তর কলকাতার নামকরা কাশী বোস লেনের দুর্গাপুজোর মণ্ডপ নিয়ে যাওয়া হচ্ছে চন্দননগরের সন্তান সংঘের জগদ্ধাত্রী পুজোয়। 

কলকাতার ত্রিধারা 'অকালবোধনের' থিম ফের তৈরি হচ্ছে চন্দননগরের হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোয়। চন্দননগরের বড়বাজার সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোয় এবার দেখা যাবে কলকাতার এন্টালির ১৪ পল্লি উদয়ন সংঘের থিম 'পরম্পরা'।একই সঙ্গে কলকাতার মুদিয়ালি ক্লাবের 'ত্রিমূর্তি' থিম যাচ্ছে মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী পুজোয়। চন্দননগরের খলিসানি সর্বজনীনের পুজোয় দেখা যাবে হাজরা পার্কের থিম।

আরও পড়ুন- Cyclone Dana Updates: সমুদ্রে ফুঁসছে ভয়ঙ্কর এক দানব! আছড়ে পড়েই বঙ্গে তাণ্ডব শুরু করবে ঘূর্ণিঝড় ডানা?

আরও পড়ুন- Abduction of a young girl: বাড়ির সামনে থেকে তরুণীকে অপহরণ, চিৎকারে গাড়ি ধাওয়া, নাটকীয় ঘটনার শেষটা জানলে...

আরও পড়ুন- Travel: সপ্তাহান্তে ছুটি কাটানোর ফাটাফাটি জায়গা! কলকাতার নাকের ডগায় সবুজে ঘেরা এই প্রান্ত

এছাড়াও কলকাতা শহর ও শহরতলির বেশ কয়েকটি বড় দুর্গাপুজোর মণ্ডপ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় দেখা যাবে। এবছর জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যাচ্ছে আগামী ৭ নভেম্বর। ওই দিন ষষ্ঠী। জগদ্ধাত্রী পুজোর সপ্তমী তিথি পড়েছে আগামী ৮ নভেম্বর। অষ্টমী ৯ নভেম্বর। আগামী ১০ নভেম্বর এবারের জগদ্ধাত্রী পুজোর নবমী। দশমী ১১ নভেম্বর।

Durgapuja Jagadhatri Puja 2024 Chandannagar Chandannagar Jagadhatri Puja 2024
Advertisment