/indian-express-bangla/media/media_files/2025/02/18/720BZPf1kAGasrmdwXjv.jpg)
Mahakumbh Special Train: প্রয়াগরাজের উদ্দেশে স্পেশাল ট্রেন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।
Mahakumbh Special Train: ১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভের বিরল-সংযোগ তৈরি হয়েছে। মহাকুম্ভ মেলা প্রাঙ্গণ এখন যেন মিনি ভারত। কোটি-কোটি পুণ্যার্থী একটানা গত কয়েক সপ্তাহ ধরে পুণ্যস্নান সেরে চলেছেন। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পুণ্যার্থী ফি দিন ঢল নামাচ্ছেন প্রয়াগরাজে। বিদেশ থেকেও পুণ্যার্থীদের দল আসছে মহাকুম্ভ মেলায়। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পুণ্যস্নান। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এরাজ্য থেকেও বিপুল পরিমাণে পুণ্যার্থী ছুটে যাচ্ছেন প্রয়াগরাজের উদ্দেশে। এবার বাংলার পুণ্যার্থীদের সুবিধার্থে আরও বেশি স্পেশাল ট্রেনের তথ্য দিল রেল।
রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশে আরও বেশি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। মহাকুম্ভে যাওয়ার হিড়িক দেশজুড়েই এখন তুঙ্গে। এই রাজ্য থেকেও প্রতিদিন কাতারে কাতারে পুন্যার্থী রওনা দিচ্ছেন প্রয়াগরাজের উদ্দেশে। বিপুল সংখ্যায় সেই পুণ্যার্থীদের চাপের কথা বিবেচনা করেই এবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রয়াগরাজ্যের উদ্দেশে চালানো হচ্ছে আরও বেশি স্পেশাল ট্রেন।
প্রয়াগরাজে স্পেশাল ট্রেন:
হাওড়া টুন্ডলা, হাওড়া-ভিন্দ, মালদা টাউন-প্রয়াগরাজ-রামবাগ, কানপুর-ভাগলপুর, আসানসোল-টুন্ডলা, শিয়ালদা-টুন্ডলা, আগ্রা ক্যান্টনমেন্ট-কলকাতা, মালদা টাউন-ঝুসি...এই রুটগুলিতে স্পেশাল ট্রেন চলাচল করছে। পূর্ব রেলের তরফে আরও জানানো হয়েছে, এই স্পেশাল ট্রেনগুলি চালানোর পাশাপাশি রেল গুরুত্বপূর্ণ কিছু স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।
আসানসোল,কলকাতা, হাওড়া,বর্ধমান, মালদা টাউন ইত্যাদি বড় স্টেশনে কড়াভাবে ভিড় নিয়ন্ত্রণের কাজ চলছে। অতিরিক্ত ভিড় যাতে কোনওভাবে ট্রেনের কাছাকাছি চলে না আসতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন আরপিএফ-এর কর্মীরা। যাত্রীদের সুশৃঙ্খলভাবে ট্রেনের কামরায় পৌঁছে দিতে যথোফযুক্ত পদক্ষেপ করছেন রেলের কর্মীরা। স্টেশনগুলিতে নিয়মিত চলছে মাইকিং। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেনের পদস্থ কর্তারা যাচ্ছেন।