/indian-express-bangla/media/media_files/2025/05/26/p2AGgY5xdn6iYD6pqPFn.jpg)
liquor shop protest: পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামের মহিলাদের।
Malda women demand liquor shop closure: এলাকা থেকে মদের দোকান সরানোর দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। এলাকায় মদের দোকানের জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, তাই কোনওভাবেই মদের দোকান এলাকায় চলতে দেওয়া যাবে না, এই দাবি তুলে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছিলেন মালদার ভূতনি থানার ডোমনটোলা এলাকার মহিলারা।
মদের দোকানের সামনেই ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গেও তুমুল ধস্তাধস্তি হয় স্থানীয়দের। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ভূতনি ব্রিজ সংলগ্ন শঙ্করটোলা এলাকায় মাস কয়েক ধরে একটি নতুন মদের দোকান খোলা হয়েছে। সরকারিভাবে অনুমোদন পেয়ে এই মদের দোকান তৈরি হয়েছে বলে দাবি দোকানমালিকের।
এই নতুন মদের দোকান তৈরির কথা গ্রামবাসীদের কাছে পৌঁছোতেই প্রতিবাদে ফেটে পড়েন তাঁরা। সেই মদের দোকানের সামনে চলতে থাকে বিক্ষোভ। গ্রামের মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্রিজ সংলগ্ন রাস্তার ঠিক পাশে এই মদের দোকান নতুন করে হয়েছে। এই দোকানের আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় এবং ধর্মীয় স্থান। এই দোকানের ফলে এলাকার পরিবেশ নষ্ট হবে।
আরও পড়ুন- Kolkata News Live Updates: চাকরিহারাদের সঙ্গে বৈঠকে রাজি সরকার, আজই ডাকা হল বিকাশ ভবনে
লোকালয়ে কোনও ভাবেই এই মদের দোকান চলতে দেবেন না বলে দাবি এলাকাবাসীর। তাঁদের দাবি মানা না হলে, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের মহিলারা। অবিলম্বে ওই দেকাান সরানো না হলে তাঁরা ওই দোকান ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, সরকারি নির্দেশ মেনেই দোকান তৈরি হয়েছে বলে দাবি দোকানমালিক নবীন মণ্ডলের। তিনি বলেন, "সরকারি নির্দেশ মতোই রেস্টুরেন্টে কাম বারের অনুমোদন পেয়েছি। হিংসার কারণে ধর্মরাজ মণ্ডল নামে এক সরকারি কর্মচারী এই ধরনের চক্রান্ত করছেন। বহিরাগত মানুষদের নিয়ে এসে এই ধরনের বিক্ষোভ করে চক্রান্ত করা হচ্ছে। সরকারের যে ধরনের নির্দেশ থাকবে সে মতোই দোকান চলবে।"
আরও পড়ুন- Panskura student suicide: চিপস চুরির মিথ্যা অভিযোগ, আত্মঘাতী ছাত্র, থানায় অভিযোগ মৃতের পরিবারের