/indian-express-bangla/media/media_files/2025/10/25/malda-2025-10-25-09-13-20.jpg)
Malda news: বাড়িতে জখম ছাত্রের পরিচর্যায় তাঁর মা।
ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর। থানায় অভিযোগ তৃণমূল কাউন্সিলর তথা মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরীর বিরুদ্ধে।
অভিযোগ, সেই ইঞ্জিনিয়ারিং ছাত্রের বাবা BJP নেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্য কাজল গোস্বামী, দলীয় ও সাংগঠনিক কাজে সক্রিয় হওয়ায় বার বার তাঁকে হুমকি শুনতে হয়েছে, এবারে তাঁর ওপর আক্রোশেই তাঁর ছেলের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
তবে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন কাকলি চৌধুরী। তিনি দাবি করেন, স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে ওই বিজেপি নেতার ছেলে এবং বন্ধুবান্ধবরা তাণ্ডব চালায়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীদের সাথে তাদের হাতাহাতি হয়।
জানা গিয়েছে, কলকাতায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র সংবিদ গোস্বামী ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ মিশনের ধারে রাস্তায় কয়েকজন বন্ধুর সাথে গল্প করছিলেন। সেই সময় কয়েকজন এসে তাঁকে জোর করে কলার ধরে তুলে নিয়ে যায় তৃণমূলের স্থানীয় ওয়ার্ড পার্টি অফিসে।
আরও পড়ুন- cyclone alert:বঙ্গোপসাগরে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ফিরছে বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা জোরদার
অভিযোগ, ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরী এবং তাঁর কয়েকজন অনুগামী তাঁকে মারধর করে। বেপরোয়া মারধরে সে রক্তাক্ত হয়ে যায়। পরে তাঁর বাবা কাজল গোস্বামী পুলিশ সহ পৌঁছে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। এখন গুরুতর আহত সংবিদ। চোট লেগেছে মাথায়, মুখে।
আরও পড়ুন-Adhir Chowdhury:এসএসকেএম কাণ্ডে রাজনীতি তপ্ত! অধীরের প্রশ্ন, “মুখ্যমন্ত্রীর লজ্জা আছে?”
বিজেপি নেতা কাজল গোস্বামীর অভিযোগ, গাজোলে শুভেন্দু অধিকারী আসছেন সেই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন। সংগঠনের কাজেও তিনি সক্রিয়। আর সেই কারণেই তাঁর পুত্রের ওপর হামলা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us