Shootout:ভরা রাস্তায় রোমহর্ষক শুটআউট! ঘটনার আকস্মিকতায় হতভম্ব স্থানীয়রা

Murder Attempt: এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Murder Attempt: এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
Madhumita Dey
New Update
Malda  ,Mothabari  ,Shooting  ,Murder Attempt,  Allegation  ,Friend  ,Shootout  ,Class XII Student  ,Raj Sheikh,  Abdul Sahid,মালদা,  মোথাবাড়ি,  গুলি,  খুনের চেষ্টা,  অভিযোগ  ,বন্ধু , শুটআউট  ,দ্বাদশ শ্রেণীর ছাত্র  ,রাজ শেখ  ,আব্দুল সাহিদ

Malda News: গুলিবিদ্ধ যুবকের ছবি হাতে আত্মীয়রা।

প্রকাশ্য রাস্তায় শুটআউট! বন্ধুকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ অন্য বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রকে রাতে ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজে। কিন্তু ওই ছাত্রের অবস্থা সংকটজনক হয়ে পড়ায় তাকে রেফার করে দেওয়া হয় কলকাতায়। আর এই ঘটনায় হামলাকারী রাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন গুলিবিদ্ধ ছাত্রের পরিবার। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। এরই পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Advertisment

এদিকে মালদা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎস তবেকেরা জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই ছাত্রের বুকের বাম দিকে গভীর ক্ষত রয়েছে। রক্তক্ষরণ প্রচন্ডমাত্রায় হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাই এদিন রাতেই গুলিবিদ্ধ ওই রোগীকেই কলকাতার রেফার করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গুলিবিদ্ধ ছাত্রের নাম আব্দুল সাহিদ (১৮) । সে বাঙ্গিটোলা হাইস্কুলের দ্বাদশ শ্রেণীতে পাঠরত রয়েছে। পঞ্চানন্দপুর থেকে কিছুটা দূরেই সাকুল্লাপুর এলাকায় ওই ছাত্রের বাড়ি। এই ঘটনায় জখম ছাত্রের ঘনিষ্ঠ এক বন্ধু রাজ শেখের বিরুদ্ধেই খুনের চেষ্টা অভিযোগ দায়ের হয়েছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারিনি।

Advertisment

আরও পড়ুন- Pradip Bhattacharya:'বাধাই বাড়াল প্রচার', 'The Bengal Files' নিয়ে খোঁচা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের

গুলিবিদ্ধ ছাত্রের মা রিনা বিবি বলেন, "রাতে ছেলেকে মোবাইলে ফোন করে ডাকে এই এলাকারই যুবক রাজ শেখ। ওই ছেলেটি বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনার অভিযোগ রয়েছে। এমনকি এলাকার অনেক তৃণমূল নেতাদের সঙ্গেও একে মাঝেমধ্যেই দেখা যায়। যদিও আমার ছেলের সঙ্গে তেমন মেলামেশা ছিল না। কিন্তু এদিন হঠাৎ করেই ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ রাস্তায় গুলি করে খুনের চেষ্টা চালাই। কি কারণে আমার ছেলেকে গুলি করা হলো সে ব্যাপারেও এখনো পর্যন্ত পরিষ্কার হতে পারিনি।"

আরও পড়ুন- West Bengal News Live Updates:স্কুটি চালানো শিখতে গিয়ে নিখোঁজ, শেষমেশ খালে মিলল তরুণ-তরুণীর দেহ

গুলিবিদ্ধ ছাত্রের বাবা তাহির শেখ বলেন, "কী কারণে ছেলেকে গুলি করে খুনের চেষ্টা চালালো অভিযুক্ত ওই যুবক, সেটাই পরিষ্কার করে বুঝতে পারছি না। তবে ওই অভিযুক্ত বিরুদ্ধে এলাকায় বোমাবাজি, সন্ত্রাস চাকু মারার বেশ কিছু অভিযোগ রয়েছে। এমনকি মাঝেমধ্যে বেশ কিছু নেতাদের সঙ্গেও চলতে দেখা যায় অভিযুক্তকে। এদিন এই ঘটনার বিষয়ে হামলাকারী রাজ শেখের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।" 

কালিয়াচক ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি তাহিদুর রহমান বলেন, "ওরা দুজনেই ঘনিষ্ঠ বন্ধু। কী কারণে এই গোলমাল তা বলতে পারব না তবে জলের সঙ্গে অভিযুক্তের কোনও সম্পর্ক নেই।"

আরও পড়ুন- Saradha Scam:সারদা মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী, জেলমুক্তি সময়ের অপেক্ষা?

মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, দামি কোনও মোবাইল কেনা নিয়ে ওই দুই বন্ধুর মধ্যে বেশ কিছুদিন ধরে গোলমাল চলছিল। সেখান থেকেই হয়তো এদিনের এই গুলিকান্ডের সূত্রপাত হতে পারে। যদিও পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। এই শুটআউটের ঘটনায় অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। ব্যবহৃত অস্ত্রের উদ্ধারেরও জন্য তল্লাশি শুরু করা হয়েছে। 

Malda Bengali News Today Shootout