Saradha Scam:সারদা মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী, জেলমুক্তি সময়ের অপেক্ষা?

Sudipta Sen-Debjani Mukherjee: বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। তাঁর বান্ধবী দেবযানী মুখোপাধ্যায় বন্দি দমদম সেন্ট্রাল জেলে।

Sudipta Sen-Debjani Mukherjee: বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। তাঁর বান্ধবী দেবযানী মুখোপাধ্যায় বন্দি দমদম সেন্ট্রাল জেলে।

author-image
IE Bangla Web Desk
New Update
Saradha Scam  ,Acquittal  ,Sudipta Sen  ,Debjani Mukherjee,  Chit Fund,  Fraud Case,  Court Verdict,  Release  ,Financial Scam,  Kolkata,সারদা মামলা,  বেকসুর খালাস,  সুদীপ্ত সেন,  দেবযানী মুখোপাধ্যায়,  চিটফান্ড  ,প্রতারণা মামলা,  আদালত রায়  ,মুক্তি,  আর্থিক কেলেঙ্কারি,  কলকাতা

Sudipta Sen-Debjani Mukherjee: সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়।

Saradha Scam:সারদা চিটফান্ড প্রতারণা মামলায় স্বস্তি সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের। ২০১৩ সালে সারদা চিটফান্ড মামলায় গ্রেফতার হন দু'জনে। সারদার গুচ্ছ-গুচ্ছ মামলার মধ্যে তিনটি মামলায় বেকসুর খালাস হয়েছেন সুদীপ্ত এবং দেবযানী।

Advertisment

জানা গিয়েছে, ২০১৩ সালে তিন আমানতকারীর অভিযোগের ভিত্তিতে সারদাকর্তা সুদীপ্ত সেন এবং তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই মঙ্গলবার বেকসুর খালাস হয়েছেন দু'জনে। 

এদিন বিচারক জানিয়েছেন, সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই তিনটি মামলার পরিপ্রেক্ষিতে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়নি। সেই কারণেই দু'জনকে এই তিন মামলা থেকে বেকসুর খালাস করেছেন বিচারক।

Advertisment

আরও পড়ুন- Kolkata Metro:যুগান্তকারী ইতিহাস গড়ার পথে কলকাতা মেট্রো, একসঙ্গে চালু হচ্ছে ১৪ কিমি নতুন রুট

তবে এই তিন মামলায় বেকসুর খালাস হলেও এখনই জেল মুক্তি হচ্ছে না সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্তে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ২৫০টি মামলা রয়েছে। 

আরও পড়ুন- West Bengal News Live Updates:টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার, ব্যাপক ধরপাকড়, টেনে-হিঁচড়ে আন্দোলনকারীদের সরাল পুলিশ

এই মামলাগুলির মধ্যে যদিও ইতিমধ্যেই ২১৪টি মামলায় জামিন পেয়ে গিয়েছেন তারা। তবে বাকি মামলাগুলির প্রত্যেকটি এখনও বিচারাধীন থাকায় এখনই জেল মুক্তি ঘটছে না সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের।

আরও পড়ুন- Gopal Chandra Mukherjee:'গঙ্গার ওপার পর্যন্ত হিন্দুস্তান, এপার পাকিস্তানের', সুরাওয়ার্দির প্ল্যানটা আগেই জেনে ফেলেছিলেন গোপালচন্দ্র মুখার্জি

Saradha Scam Sudipta Sen Bengali News Today