/indian-express-bangla/media/media_files/2025/08/19/sudipta-debjani-2025-08-19-16-02-50.jpg)
Sudipta Sen-Debjani Mukherjee: সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়।
Saradha Scam:সারদা চিটফান্ড প্রতারণা মামলায় স্বস্তি সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের। ২০১৩ সালে সারদা চিটফান্ড মামলায় গ্রেফতার হন দু'জনে। সারদার গুচ্ছ-গুচ্ছ মামলার মধ্যে তিনটি মামলায় বেকসুর খালাস হয়েছেন সুদীপ্ত এবং দেবযানী।
জানা গিয়েছে, ২০১৩ সালে তিন আমানতকারীর অভিযোগের ভিত্তিতে সারদাকর্তা সুদীপ্ত সেন এবং তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই মঙ্গলবার বেকসুর খালাস হয়েছেন দু'জনে।
এদিন বিচারক জানিয়েছেন, সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই তিনটি মামলার পরিপ্রেক্ষিতে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়নি। সেই কারণেই দু'জনকে এই তিন মামলা থেকে বেকসুর খালাস করেছেন বিচারক।
আরও পড়ুন- Kolkata Metro:যুগান্তকারী ইতিহাস গড়ার পথে কলকাতা মেট্রো, একসঙ্গে চালু হচ্ছে ১৪ কিমি নতুন রুট
তবে এই তিন মামলায় বেকসুর খালাস হলেও এখনই জেল মুক্তি হচ্ছে না সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্তে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ২৫০টি মামলা রয়েছে।
এই মামলাগুলির মধ্যে যদিও ইতিমধ্যেই ২১৪টি মামলায় জামিন পেয়ে গিয়েছেন তারা। তবে বাকি মামলাগুলির প্রত্যেকটি এখনও বিচারাধীন থাকায় এখনই জেল মুক্তি ঘটছে না সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের।