Malda Crime News: আমবাগানে হাড়হিম করা কান্ড, বচসার জেরে পরপর কোপ, তুমুল চাঞ্চল্যে উত্তাল মালদা

Malda Crime News: ইংরেজ বাজার থানার পুলিশ জানিয়েছে, খুনের কথা স্বীকার করেছে দুই অভিযুক্ত। মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের মামলার অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Malda Crime News: ইংরেজ বাজার থানার পুলিশ জানিয়েছে, খুনের কথা স্বীকার করেছে দুই অভিযুক্ত। মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের মামলার অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

author-image
Madhumita Dey
New Update
Malda murder

মর্গের সামনে মৃতের আত্মীয়রা

Malda Crime news: বাগানে আম চুরি করার প্রতিবাদ করায় জোগানদারের গলা কেটে খুন করার অভিযোগ উঠল বাবা ও ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহদিপুর এলাকায়। এই খুনের ঘটনার বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে অভিযুক্ত মতিলাল ঘোষ এবং তার ছেলে রাজকুমার ঘোষকে গ্রেপ্তার করেছে। রবিবার ধৃতদের মালদা আদালতে পেশ করে পুলিশ। 

Advertisment

আগুনে অভিযোগে 'বোমা' ফাটালেন শুভেন্দু, জগন্নাথ মন্দির নিয়ে মমতাকে বিঁধে বিরাট হুঙ্কার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাধেশ্যাম ঘোষ (৬০)। মহদিপুর এলাকার বাসিন্দা তপন ঘোষের আম বাগানে দীর্ঘদিন ধরে জোগানদারের কাজ করত রাধেশ্যাম ঘোষ। এদিন রাতে অভিযুক্তরা কয়েকজনকে সঙ্গে নিয়েই বাগানের আম চুরি করছিল বলে অভিযোগ। আমবাগান পাহারা দেওয়ার সময় বিষয়টি নজরে আসে রাধেশ্যামের । সেই সময় প্রতিবাদে সোচ্চার হন তিনি। তখনই হামলাকারীরা হাঁসুয়া দিয়ে জোগানদারেরর গলা কেটে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে আরও দুই তিন জন ছিল। তারা অবশ্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ। 

Advertisment

মমতা সরকারে বঞ্চিত মানুষ গড়ার কারিগররা! ভাতা প্রশ্নে হুঙ্কার ছুঁড়ে ঝোড়ো ব্যাটিংয়ে ছক্কা হাঁকালেন দিলীপ

আম বাগান মালিক তপন ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাধেশ্যামবাবু তাদের কয়েক বিঘা আম বাগানে জোগানদার হিসেবে কাজ করতো। কয়েকদিন ধরেই বাগানে আম চুরি হচ্ছিল। অভিযোগ ওই অভিযুক্তরা এই আম চুরি করেই তাদের গবাদি পশুকে খাওয়াচ্ছিল। সেই বিষয়টি জানতে পেরেই জোগানদার রাধেশ্যাম ঘোষ আরো কড়াকড়িভাবে বাগানের নজরদারি চালাতে শুরু করে। এদিন রাতে মতিলাল ঘোষ এবং তার ছেলে রাজকুমার ঘোষ বাগানে আম চুরি করছিল। তখনই বিষয়টি নজরে আসলে প্রতিবাদ করাতেই জোগানদারকে নৃশংসভাবে ভাবে খুন করে দুষ্কৃতীরা।

'সময় এসেছে ওদের ওদের ভাষায় জবাব দেওয়ার', নীরবতা ভেঙে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক

ইংরেজ বাজার থানার পুলিশ জানিয়েছে, খুনের কথা স্বীকার করেছে দুই অভিযুক্ত। মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের মামলার অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

 

 

 

 

 

Malda