Advertisment

Malda News: মালদায় দুলাল খুনের পর মন্ত্রীর সুরক্ষা বেড়েছে, চেয়েও নিরাপত্তা না মেলায় ক্ষুব্ধ TMC নেতা

Malda TMC leader Dulal Sarkar murder update: মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর আর 'রিস্ক' নিতে চাইছে না প্রশাসন। জেলার এক মন্ত্রীর সুরক্ষা আরও বাড়াল প্রশাসন।

author-image
Madhumita Dey
New Update
Malda News,Malda TMC leader Dulal Sarkar murder Case,Malda TMC leader murder update,west bengal news,মালদার খবর

Malda News: প্রতীকী ছবি।

Malda TMC leader murder update: মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা খুনের ঘটনার পর বাড়ানো হল রাজ্যের বস্ত্র ও সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের নিরাপত্তা। তবে মন্ত্রীর নিরাপত্তা বাড়লেও, মালদা জেলা পরিষদের হরিশ্চন্দ্রপুর এলাকার তৃণমূলের নির্বাচিত সদস্য মর্জিনা খাতুনও জেলা পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তা পাওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে সেই নিরাপত্তা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের ওই জনপ্রতিনিধি। 

Advertisment

এদিকে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা তথা মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য বুলবুল খান অবশ্য বাবলা সরকার খুনের ঘটনায় দলের গোষ্ঠীকোন্দল থাকার কথাই স্বীকার করেছেন। তিনি বলেন, "গোষ্ঠী কোন্দলের জেরেই বাবলা সরকার খুন হয়েছেন। কারণ, এখনও পর্যন্ত যারা ধরা পড়েছে তাদের মধ্যে তৃণমূলের ইংরেজবাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি রয়েছেন। 

আর এই নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলের কাউন্সিলর বাবলা সরকারের দীর্ঘদিনের সংঘাত রয়েছে। গোষ্ঠী কোন্দলের কারণেই এই খুনের ঘটনাটি ঘটেছে।" পাশাপাশি ওই তৃণমূল নেতার আরও দাবি, বাংলা-বিহার সীমানাবর্তী এলাকা হওয়ায় হরিশ্চন্দ্রপুরে বিহারের দুষ্কৃতীরা এসে অপরাধমূলক কাজকর্ম করে চলে যাচ্ছে। 

আরও পড়ুন- West Bengal Weather: পৌষের শেষবেলায় 'খেলা' শুরু ঠান্ডার! বাংলা কাঁপাতে দুয়ারেই আরও হাড়কাঁপানো শীত?

Advertisment

এপ্রসঙ্গে এলাকার বিরোধীদের দাবি তৃণমূলের বিপদ বিরোধী দলের কারও কাছ থেকে নয়। তাঁদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলের নেতৃত্বের মধ্যে আক্রমণের আশঙ্কা বেড়ে চলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২ জানুয়ারি বাবলা সরকার খুনের ঘটনার পর থেকেই মালদা জেলা সহ বিভিন্ন জেলায় তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের সরকারি নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। 

আরও পড়ুন- West Bengal News Live: নিম্নমানের স্যালাইনে সরকারি হাসপাতালে মৃত্যু, অসুস্থতা? আজ যাচ্ছেন বিশেষজ্ঞরা

এদিকে ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনার পরই হরিশ্চন্দ্রপুরের দীর্ঘদিনের শাসকদলের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও মন্ত্রী হওয়ার পর থেকে তাঁর সরকারি নিরাপত্তা জুটে ছিল। চলতি মাস থেকে সেই নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, তাজমুল হোসেনের আরও পাঁচজন হাউস গার্ড বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- Santanu-Arabul Suspended: দলবিরোধী কাজের অভিযোগ, শান্তনু এবং আরাবুলকে সাসপেন্ড করল তৃণমূল

Maldah Bangla News Murder news of west bengal news in west bengal Malda Bengali News Today
Advertisment