Bengal Weather Today: দুয়ারে কড়া নাড়ছে শীত। ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যের পর হালকা ঠাণ্ডার অনুভূতি খানিকটা হলেও মিলছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দারুণ মনোরম আবহাওয়া। ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গে এবার শীত পড়ছে কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি নভেম্বর মাসের মাঝামাঝি সময় কিংবা নভেম্বরের শেষ সপ্তাহে শীতের আগমন হতে পারে বঙ্গে। ওই সময় থেকেই স্বাভাবিকের নীচে নামতে শুরু করবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও ২ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়া সম্ভাবনা রয়েছে চলতি মাসের শেষের দিকেই।
এদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের অশনি সংকেত ঘোরালো হচ্ছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাব আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই নিম্নচাপকে কেন্দ্র করেই শীতের পথে বাধা আসার একটা আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে এই নিম্নচাপ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন- Offbeat Destination: বেড়ানোর সংজ্ঞাটাই বদলে দেবে অপরূপ এই তল্লাট! কলকাতার কাছেই অফবিট এই ডেস্টিনেশন
আরও পড়ুন- Firhad Hakim: মোদী ও রেখাকে বিঁধে ফিরহাদের 'মারাত্মক টিপ্পনি'! ঝাঁঝালো প্রতিবাদে তুমুল সোচ্চার BJP
চলতি মাসের ১৪ তারিখের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হওয়ার দাপট বাড়তে পারে বঙ্গে। ১৫ নভেম্বর থেকে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়তে শুরু করবে। রাজ্যজুড়ে শীতের আমেজ বাড়বে। তবে ঠিক ওই সময় থেকেই বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধতে পারে নিম্নচাপ। আপাতত নিম্নচাপ তৈরি হলে তার গতি-প্রকৃতির ওপর নজর রাখবে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- Taruner Swapna Scheme 2024: সরকার পাঠালেও ট্যাবের টাকা পাননি ছাত্রছাত্রীরা, মাঝপথে টাকা তুলে নিল কে জানেন?