/indian-express-bangla/media/media_files/2025/04/26/mjt9YAlbe3f8HcD1L8UD.jpg)
মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র, বিজেপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে, দুরন্ত অ্যাকশনে পুলিশি জালে ২
youth killed Malda Updates: ইংরেজবাজারের সিকেন্দারপুর এলাকায় হিংসা ছড়ানো এবং যুবককে কুপিয়ে খুনের ঘটনায় ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে অমৃতি গ্রাম পঞ্চায়েতের রবিদাসপাড়া এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনার পর বিজেপির বিভ্রান্তি ছড়ানো ও কৌশলগত রাজনীতির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
চাকরিহারা গ্রুপ-C ও D কর্মীদের জন্য 'বিরাট ঘোষণা', নিহত পর্যটকদের পরিবারকেও সাহায্য
তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, একটা ভুল বার্তা নিয়েই অমৃতির সিকেন্দারপুরের অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল বিরোধী দল বিজেপি। কিন্তু পুলিশ এই খুন এবং হিংসা ছড়ানোর ঘটনায় প্রকৃত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। বিজেপির ষড়যন্ত্রে জল ঢেলে দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। মানুষ বুঝতে পারছে বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতি। যদিও তৃণমূলের এই অভিযোগকে ভিত্তিহীন বলে পাল্টা জানিয়েছে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশ্বজিৎ রবিদাস এবং উত্তম ঘোষ। গত বুধবার মধ্যরাতে অমৃতি গ্রাম পঞ্চায়েতের সিকেন্দারপুর এলাকায় নিমাই মন্ডল +২৪) নামে এক যুবককে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার সময় নিমাইকে বাঁচাতে গিয়ে আরো দুই গ্রামবাসী জখম হন। পরবর্তীতে তাঁদের চিকিৎসা করানো হয় মালদা মেডিকেল কলেজে। আর ঘটনার পরেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এদিন সকাল থেকেই মালদা- মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশের সাথে খন্ডযুদ্ধ বাঁধে। বাধ্য হয়ে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। আর এই ঘটনার পর সিসিটিভির ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেই অবশেষে অমৃতি গ্রাম পঞ্চায়েতেরই রবিদাসপাড়া এলাকা থেকে ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে
পুলিশ ।
'ওই দেশটা থাকলে আরও বাচ্চা বাবা হারাবে', পাকিস্তানকে ধুলোয় মেশানোর ডাক নিহত জওয়ানের স্ত্রীয়ের
পুলিশ জানিয়েছে, সিকেন্দারপুর গ্রামে মাঝেমধ্যেই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। সেই বিষয়েই ওই গ্রামের বাসিন্দারা পালা করে রাত জাগার কাজ শুরু করেছিলেন। ঘটনার দিন অভিযুক্তরা, ওই গ্রামেই চুরি করতে আসে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। সেই সময় নিমাই মন্ডল রাত জাগছিল। ওই দুই দুষ্কৃতীকে দেখে ফেলে নিমাই। তখন তাঁকে কুপিয়ে খুন করে অভিযুক্তরা। সিসিটিভি ফুটেছে এই দুইজনকে দেখা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর কোনরকম ভাবে একটি হিংসা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছিল। রীতিমতো সেই পরিকল্পনায় জল ঢেলে দেওয়া হয়েছে। প্রকৃত অপরাধীদের এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পহেলগাঁও কাণ্ডে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল লন্ডনের রাস্তায়, ভারতীয়দের 'গলা কাটার ইঙ্গিত' পাক আধিকারিকের
পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ধৃতদেরজিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সিকেন্দারপুর গ্রামের ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।