Advertisment

Anubrata Mondal: ফের চেনা ছন্দে কেষ্ট-গড়, গমগম করছে নীচুপট্টি! চোখে জল অনুব্রতর, আবেগী সুকন্যাও

Anubrata Mondal Reaches Birbhum: অনুব্রত মণ্ডল তাঁর মেয়ে সুকন্যাকে নিয়ে মঙ্গলবার সকালে বোলপুরের বাড়িতে ফিরেছেন। ২ বছরেরও বেশি সময় পরে আজ নীচুপট্টির বাড়ির সামনে সেই চেনা ভিড়। গমগম করছে গোটা এলাকা।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Anubrata Mandal returned home, অনুব্রত মণ্ডল, বোলপুর, নীচুপট্টি

বোলপুরের বাড়িতে ঢুকছেন অনুব্রত মণ্ডল। বাইরে অনুগামীদের বিপুল ভিড়।

Anubrata Mondal: বীরভূমের বোলপুরের নীচুপট্টি। নীল-আকাশী রঙের দোতলা বাড়ির সামনে চা ও টিফিন খাবারের দোকানের বিক্রি পর্যন্ত কমে গিয়েছিল গত আড়াই বছরে। এই বাড়ির সামনেই সকাল থেকে তৃণমূল নেতা-কর্মীদের ভিড় লেগেই থাকত। তখন অনুব্রত মণ্ডলহীন বাড়ি ও আশপাশ খাঁ-খাঁ করেছে। তিনজন পুলিশ বাড়ি পাহারার দায়িত্বে থাকতেন সিফট অনুযায়ী। কিন্তু তাঁদের মুখেও কুলুপ। অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল জামিন পেয়ে বাড়িতে ফিরতেই ফের শুনশান বাড়ির সামনে ভিড় থিক থিক করছে।

Advertisment

তৃণমূল কংগ্রেসের অবিসংবাদী জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কখনও সাংসদ বা বিধায়ক পদে নির্বাচনে প্রার্থী হননি। পুরসভা নির্বাচনেও প্রার্থী হননি। রাজ্যের মন্ত্রীও হননি। আদপে সাংগঠনিক পদে থেকেই ক্ষমতা ভোগ করেছেন। শুধু বীরভূম জেলা নয়, বর্ধমান-সহ আশেপাশের অন্য জেলাগুলির ক্ষেত্রেও তাঁর মতামত গুরুত্ব পেত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে। দীর্ঘ সময় গরু পাচার (Cow Smuggling) কাণ্ডে অভিযুক্ত হয়েও তাঁকে পদ থেকে সরাননি তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের প্রশ্ন, তৃণমূল নেত্রী এতটাই ভরসা করেন কেষ্ট মণ্ডলকে? 

পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়ে মন্ত্রিত্ব খুইয়েছেন। তৃণমূল কংগ্রেসের একমাত্র মহাসচিবের পদ বিলুপ্ত হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি হওয়ার পর। তিনি দলের প্রথম মহাসচিব, এখনও পর্যন্ত তিনিই শেষ মহাসচিব। কিন্তু অনুব্রত মণ্ডলের জেলা সভাপতির পদ কখনও টলমল করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করার পরও বলেছিলেন তিনি নিজে দেখবেন বীরভূমের সংগঠন। জামিনের খবরেই বীরভূমের 'বাঘ' বলে সম্বোধন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

Anubrata Mondal, Birbhum, Bolpur Nichupotti, অনুব্রত মণ্ডল, বোলপুর, নীচুপট্টি

অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন তাঁর বাড়ির সামনের ছবিটা গত ২ বছরেরও বেশি সময় ধরে এমনই ছিল।

আরও পড়ুন- Anubrata Mondal: 'দিদির আশীর্বাদে ভালো আছি, দিদির পাশে থাকব', ঘরে ফিরেই বার্তা অনুব্রত মণ্ডলের

আরও পড়ুন- North Bengal Tour: সামান্য খরচেই পাড়ি জমান উত্তরবঙ্গের তাকলাগানো সব প্রান্তে! সাড়া ফেলেছে বাম্পার বন্দোবস্ত!

এর আগে তিনি বলেছিলেন "বাঘকে খাঁচায় বেশি দিন বন্দি রাখতে পারবে না"। কিন্তু বাঘ প্রশ্নে অনুব্রত বিতর্কে জড়াবেন না বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন। এদিকে অনুব্রতর জামিন প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করতে দেখা যায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তবে অনুব্রত জামিন পেলেও যে পুরোপুরি গরু পাচার কাণ্ডে মুক্ত হয়ে যাবেন এমন মনে করছে না BJP নেতৃত্ব।

আরও পড়ুন- Eastern Rail: মসৃণ যাত্রী পরিষেবার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ! দুরন্ত সাফল্য পেল রেল

আরও পড়ুন- Durga Puja 2024: অশুভের বিনাশে এগাঁয়ে নাকি বন্দুক ধরেছিলেন স্বয়ং মা দুর্গা, আজও এপুজোয় চলে গুলি

দীর্ঘ ২ বছরের বেশি সময় পর নিজের বাড়ির চেয়ারে বসে এদিন চোখে জল এসে গিয়েছিল অনুব্রত মণ্ডল ও তারঁ কন্যা সুকন্যার। দু'জনকেই চোখের জল মুছতে দেখা গিয়েছে। দীর্ঘ সময় এই বাড়ির খোঁজ-খবর নেওয়ার কারও প্রয়োজন পড়েনি। CCTV-তে মোড়া ছিল বাড়ি ও আশপাশের এলাকা। অনুব্রত এদিন বাড়িতে পা রাখতেই উপচে পড়েছে মানুষের ভিড়। তাহলে কি আবার নিত্যদিন মানুষের ঢল নামবে কেষ্ট মণ্ডলের নীচুপট্টির এই বাড়িতে? স্বভাবসিদ্ধ ঢঙেই কি বীরভূমে এবার দল পরিচালনা করবেন অনুব্রত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

CM Mamata banerjee Anubrata Mandol tmc
Advertisment