North Bengal Trip-NBSTC: পুজোর আগে ভ্রমণপিপাসুদের জন্য ফের চালু ‘সবুজের পথে হাতছানি’। স্থানীয় একটি মর্নিংওয়াক গ্রুপের সদস্যরা ছিলেন প্রথম বাসের যাত্রী। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)-এর জলপাইগুড়ি ডিপো থেকে ২০ জন যাত্রী নিয়ে চালক, গাইড এবং ডিপো ইনচার্জ যাত্রা শুরু করেন। তবে বাসের সংখ্যা না বাড়ালে একদিন কিংবা দু’দিন এক রাতের ট্যুরই রাখতে হবে বলে মনে করছেন শহরবাসী।
প্রথম বাসটি রওনা দেয় জলপাইগুড়ি ডিপো থেকে। সেখান থেকে বোদাগঞ্জ, ভোরের আলো হয়ে ওদলাবাড়ি থেকে গরুবাথানের ভিতর দিয়ে লাভা। যাত্রীদের মধ্যে একজন হাকিমপাড়ার ইন্দুভূষণ সাহা বলেন, ‘স্ত্রী বলল, চলো ঘুরে আসি। ব্যস, বেরিয়ে পড়লাম। খুবই আনন্দ লাগছে। খরচও তুলনামূলকভাবে অনেকটা কম। তবে দ্রুত এই বাসে AC-র ব্যবস্থা করলে ভালো হয়।’
বুকিং অনুয়ায়ী এই বাসটি ডুয়ার্সের লাভা, ডেলো, রাজাভাতখাওয়া, ঝালং, বিন্দু ঘুরে দেখাবে। এর মধ্যে রয়েছে একদিনের ট্যুর সহ দু’দিন এক রাত থাকার ব্যবস্থাও। সঙ্গে থাকছে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত। তবে জলপাইগুড়ি ডিপোতে একটি মাত্র বাস রয়েছে। ভ্রমণপিপাসুদের দাবি, পরিষেবার মান ভালো রেখে পরিষেবা দীর্ঘস্থায়ী করতে বাসের সংখ্যা বাড়ানো প্রয়োজন।
আরও পড়ুন- Eastern Rail: মসৃণ যাত্রী পরিষেবার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ! দুরন্ত সাফল্য পেল রেল
নতুনপাড়ার মিত্রা দত্তও প্রথম ট্রিপের যাত্রী ছিলেন। তিনি বলেন, ‘আমাদের মর্নিংওয়াকের একটি গ্রুপ আছে। সেখান থেকেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম। বেশ ভালো উদ্যোগ। তবে কতদিন চলবে সেটাই দেখার।’ ডিপো ইনচার্জ দীপক রাহা জানান, লাভা থেকে ডেলো হয়ে রাতে লাভার রিসর্টে যাত্রীরা রাত্রিবাস করবেন। সকালে রিশপ, সাঙ্গোখোলা হয়ে জলপাইগুড়ি ফেরা। জনপ্রতি ২৫০০ টাকা খরচে দু’দিন এক রাত্রি থাকা-খাওয়া সবই মিলছে ‘সবুজের পথে হাতছানি’ প্রকল্পে।
আরও পড়ুন- Durga Puja 2024: অশুভের বিনাশে এগাঁয়ে নাকি বন্দুক ধরেছিলেন স্বয়ং মা দুর্গা, আজও এপুজোয় চলে গুলি
আরও পড়ুন- Anubrata Mondal: 'দিদির আশীর্বাদে ভালো আছি, দিদির পাশে থাকব', ঘরে ফিরেই বার্তা অনুব্রত মণ্ডলের
২০ জন যাত্রীর মধ্যে ১৫ জনই ছিলেন মহিলা। তাঁদের থাকা সহ যাতায়াত, ঘোরাফেরার ক্ষেত্রে যে নিরাপত্তা দরকার, সেটা নিয়ে চিন্তিত অনেকেই। তার ওপর বাসে একটিও সিসিটিভি ক্যামেরা নেই। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা নিয়ে ভয়ের কিছু নেই। সংশ্লিষ্ট এলাকার পুলিশ প্রশাসন সহ থানাতেও এই যাত্রী নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে NBSTC-র তরফে।’