Advertisment

Doctor's Protest: 'ঘুঘুর বাসা', রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভাঙার দাবিতে সোচ্চার চিকিৎসকদের সংগঠনগুলি

Kolkata Doctor Rape and Murder Case: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে চিকিৎসক সমাজ। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের নেতা চিকিৎসক মানস গুমটার।

author-image
Joyprakash Das
New Update
Junior Doctor protest

রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভেঙে ফেলার দাবি।

RG Kar Incident-Doctor's Protest: আরজি কর কাণ্ডের পর থ্রেট কালচার, পরীক্ষায় নম্বর বৃদ্ধি, বেআইনি বদলি সহ একাধিক অভিযোগ উঠে এসেছে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে নিত্য নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে। সেই থেকেই চিকিৎসকদের নিশানায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এখানকার একাধিক সদস্যের নাম জড়িয়েছে আরজি কর কাণ্ডে। তাঁদের দাবি, 'ঘুঘুর বাসা' সেই মেডিক্যাল কাউন্সিল ভেঙে দিতে হবে। যত দিন পর্যন্ত নির্বাচন হবে না ততদিন অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। বৃহস্পতিবার ফের সল্টলেকে মেডিক্যাল কাউন্সিল অফিসে যৌথ ভাবে বিক্ষোভ কর্মসূচি চিকিৎসকদের দুটি সংগঠনের।

Advertisment

আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার ক্ষমতার কেন্দ্র বিন্দু ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন। আজ, বৃহস্পতিবার বিকেলে ৩টেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য শাখা বিক্ষোভ সমাবেশ করবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে এর আগেও একাধিকবার পথে নেমে চিকিৎসকরা। 

এদিকে জুনিয়র ডাক্তাররা লাগাতার কর্মবরিতি চালিয়ে যাচ্ছেন। এরই পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরের সামনে ধরনা-অবস্থান চলছে। এর আগে তৃতীয়বারের প্রচেষ্টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে জুনিয়র চিকিৎসকদের। গতকাল, বুধবার রাতে নবান্নে প্রায় সাড়ে ৫ ঘন্টা বৈঠক করেছেন মুখ্যসচিব-সহ উচ্চপদস্থ সরকারি কর্তাদের সঙ্গে। কিন্তু বৈঠকের মিনিটসে মিটিংয়ের বিষয়বস্তু লিখে দু'পক্ষের স্বাক্ষর না হওয়ায় বেঁকে বসেন জুনিয়র চিকিৎসকরা। ফলত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাঁরা। এবার সল্টলেকে ফের বড় ধরনের বিক্ষোভ করতে চলেছে সিনিয়র চিকিৎসকরাও। 

আরও পড়ুন- Vande Bharat: নামমাত্র ভাড়াতেই 'জমাটি খানা', 'স্বপ্নের সফর' বন্দে ভারতে! হাওড়া থেকেই ছুটছে দুই ট্রেন

আরও পড়ুন- Minakshi Mukherjee: 'আন্দোলনকে ঘোরানো যাবে না, CBI-কে সব সাহায্য', সিজিও-য় ঢোকার মুখে বললেন মীনাক্ষী

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর! না জানলে পস্তাবেন

জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের পক্ষে ডা. মানস গুমটা বলেন, "রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভেঙে দিতে হবে। যাঁদের বিরুদ্ধে এত অভিযোগ তাঁরা মেডিক্যাল কাউন্সিলে বসে থাকবে কি করে? আরজি কর কাণ্ডে অভীক দে, সুদীপ্ত রায়, সুশান্ত রায়- একাধিক অভিযুক্ত চিকিৎসক রয়েছেন এই কাউন্সিল পরিচালনায়। তা হতে পারে না। নতুন করে স্বচ্ছতার সঙ্গে মেডিক্যাল কাউন্সিলে নির্বাচন করতে হবে। যত দিন নির্বাচন হবে না ততদিন অ্যাডমিনিষ্ট্রেটর দায়িত্বে থাকবে। তবে কোনওভাবেই বর্তমান কাউন্সিলের দায়িত্বপ্রাপ্তদের রাখা যাবে না। তাই আজ আমাদের বিক্ষোভ।"

আরও পড়ুন- Fire: বাংলার অত্যন্ত জনপ্রিয় সি-বিচের ধারে কটেজে বিধ্বংসী আগুন-বিস্ফোরণ! সমুদ্র পাড়ে হুলস্থূল!

protest Doctor West Bengal RG Kar Case
Advertisment