Advertisment

Mamata Banerjee: পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, জোর কর্মসংস্থানে, উন্নয়ন বোর্ডের কাজে রাশ টেনে নয়া পদক্ষেপ

Mamata Banerjee: পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পর্বে তিনদিনের জন্য পাহাড় সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে স্বভাবসিদ্ধ ঢঙেই পাহাড়ের রাস্তায় জনসংযোগ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee at North Bengal Hill: পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

রিচমন্ড হিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee: পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সরকারি সভামঞ্চ থেকে উন্নয়নের একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে GTA বা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কাজকর্মেও খানিকটা হলেও রাশ টানার পথে মুখ্যমন্ত্রী। পাহাড়ের সামগ্রিক উন্নয়নের কাজে রাজ্যের প্রকল্পগুলির উপর নজরদারির জন্য 'মনিটরিং সেল' তৈরি সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পাহাড়ের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যেও রাজ্যের উদ্যোগের কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে।

Advertisment

আবারও পাহাড় সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তাঁর উত্তরবঙ্গ (North Bengal) সফরের দ্বিতীয় দিন। দার্জিলিংবাসীর জন্য উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় মাসের মধ্যে পাহাড়ের সমস্ত উন্নয়ন বোর্ডগুলি পুনর্গঠন করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বোর্ডগুলির অডিট এবং পাহাড়ের উন্নয়নমুখী প্রকল্পে নজরদারির জন্য 'মনিটরিং সেল' তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

GTA প্রধান অনিত থাপাকে সেই মনিটরিং সেলের চেয়ারম্যান করার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মনিটরিং সেলের ভাইস চেয়ারম্যান করা হচ্ছে পাহাড় তৃণমূলের চেয়ারম্যান এল বি রাইকে। এল বি রাই বর্তমানে মিরিক পুরসভার প্রশাসক। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পং জেলার জেলাশাসকদের এই মনিটরিং সেলে অন্তর্ভুক্ত রাখা হবে। 

আরও পড়ুন- WB Tab Scam: ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস, উচ্চ মাধ্যমিক পাশ যুবকের 'হাতযশ' দেখে চোখ কপালে পুলিশেরও!

আরও পড়ুন- Mithun Chakraborty: BJP-র মঞ্চ থেকেই মিঠুনের 'পকেটমারি', মানিব্যাগ খুইয়ে বেজায় ফ্যাসাদে মহাগুরু!

পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণার পাশাপাশি এলাকার কর্মসংস্থানের প্রতিও বিশেষভাবে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পাহাড়ের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য দারুণভাবে উদ্যোগী তাঁর সরকার। তিন মাসের কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে পাহাড়ের যুবক-যুবতীদের। সেই লক্ষ্যে পাহাড়ে চারটি প্রতিষ্ঠান খোলার কথাও এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- West Bengal By-Election: আরজি করে 'ধাক্কা' কতটা? 'বুঝে নেওয়ার' ভোটে তৃণমূল, প্রত্যয়ী BJP! হাত-ছেড়ে ময়দানে বাম

পাহাড়ের তরুণ-তরুণীরা কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নিয়ে যাতে বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পান রাজ্য সরকার সে ব্যাপারে উদ্যোগী হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের উন্নয়নেও পিপিপি মডেলকে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় সিনেমা হল-সহ একাধিক বিনোদন ক্ষেত্র তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

darjeeling north bengal north bengal tourism CM Mamata banerjee
Advertisment