Advertisment

West Bengal By-Election: আরজি করে 'ধাক্কা' কতটা? 'বুঝে নেওয়ার' ভোটে তৃণমূল, প্রত্যয়ী BJP! হাত-ছেড়ে ময়দানে বাম

West Bengal Assembly By-Election 2024: আরজি কর কাণ্ডের পর রাজ্যে প্রথম কোন নির্বাচন। রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বুধবার। তৃণমূলের কাছে এই ভোট 'জবাব' দেওয়ার। বিরোধীরাও ভালো ফলে বেশ আশাবাদী।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
West Bengal By-Election 2024: পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন ২০২৪

ছবির বাঁদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ও মহম্মদ সেলিম।

WB Assembly By-Election: সাগরদিঘি (Sagardighi) উপনির্বাচন ছিল কিছুটা ব্যতিক্রম। কংগ্রেস-বাম জোটের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে বিগত দিনে একাধিক উপনির্বাচনে তৃণমূল একতরফা জয়লাভ করেছে। শুধু তাই নয়, বিজেপির জয়ী আসনে উপনির্বাচনে গেরুয়া শিবির আর দাঁত ফোটাতে পারেনি। শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari) বারবার ভোটের দিন প্রতিরোধের ডাক দেন, এবারও দিয়েছেন। কিন্তু ফলাফলে কোনও হেরফের হয় না। এবারও কি উপনির্বাচনে একচেটিয়া জয় পাবে তৃণমূল? নাকি ভিন্ন ছবি দেখা যেতে পারে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। 

Advertisment

৯ অগাস্ট আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগের তদন্ত চলছে। ঘটনার পর তিন মাস পেরিয়ে গিয়েছে। মূল ঘটনায় সঞ্জয় রাই ছাড়া আর কেউ গ্রেফতার হয়নি। যদিও অভিযোগ উঠেছে ওই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে। দোষীদের গ্রেফতারের দাবিতে রাজ্যে আন্দোলন অব্যাহত। এই আবহে রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By-Election)। তার মধ্যে দক্ষিণবঙ্গে রয়েছে চারটি ও উত্তরবঙ্গে দুটি বিধানসভা আসন।

দক্ষিণবঙ্গের মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা অন্যদিকে উত্তরবঙ্গের সিতাই ও মাদারিহাট। এখানকার বিধায়করা সকলেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন। যদিও বসিরহাটের সাংসদ হাজি নুরুল প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন হাড়োয়ার বিধায়ক। এই ৬ কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তিনি এখন আলিপুরদুয়ারের সাংসদ। এবার এই আসন ধরে রাখা বিজেপির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তিও অনেকটাই বেশি।

আরও পড়ুন- Jagadhatri Puja: এবার থেকে প্রতিদিন জগদ্ধাত্রী পুজো বাংলার এই প্রান্তে, কারণ জানলে চমকে যাবেন!

 আরও পড়ুন- WB Tab Scam: ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস, উচ্চ মাধ্যমিক পাশ যুবকের 'হাতযশ' দেখে চোখ কপালে পুলিশেরও!

এদিকে এই উপনির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস পৃথকভাবে প্রার্থী দিয়েছে। ২০১৬ সালের ভোটে শুরু জোট রাজনীতিতে আপাতত কংগ্রেস ও বামেদের বিচ্ছেদ ঘটেছে। সেক্ষেত্রে আরও উল্লেখযোগ্য বিষয় বামেরা এবার প্রকৃতই নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে নিয়েছে। শুধু তাই নয়, এবার সিপিআই(এমএল) লিবারেশন রয়েছে বামফ্রন্টের জোটে। নৈহাটি কেন্দ্রে বামেদের প্রার্থী লিবারেশনের। এটাও দেখার বিষয় যে নির্বাচনী জোটে কংগ্রেসের হাত-ছাড়ার পর বামফ্রন্ট কত শতাংশ ভোট নিজেদের ঝুলিতে ভরতে পারে। 

আরও পড়ুন- Digha: পর্যটকরা আহ্লাদে আটখানা হবেনই! বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসুন দিঘায়, বিনোদনের নয়া ইভেন্ট চালু কবে?

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে চিকিৎসক সংগঠন ছাড়া বামেদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। এমনকী বাম মনোভাবাপন্ন চিকিৎসকরাও লাগাতার লড়াইয়ের ময়দানে রয়েছেন। তৃণমূল ও বিজেপি নেতৃত্ব এই বিষয়ে মাঝেমধ্যে কটাক্ষ করতে ছাড়ছে না। নৈহাটিতে আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূলের বিধায়ক প্রার্থী সনৎ দে তখন অভিযোগ অস্বীকার করেছিলেন। ভোট বাক্সে এই আন্দোলনের কোনও প্রভাব কি পড়বে? তা নিয়েও চর্চা অব্যাহত। বিশেষত নৈহাটি ও মেদিনীপুরের মতো শহরকেন্দ্রিক ভোটাররা উপনির্বাচনে কী সিদ্ধান্ত নেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। আরজি কর নিয়ে গ্রামীণ ক্ষেত্রে আন্দোলন হয়নি তা নয়, তবে শহরাঞ্চলে লাগাতার আন্দোলন জারি রয়েছে।  

আরও পড়ুন- Salt Lake Incident: মায়ের সঙ্গে স্কুটিতে বাড়ি ফিরছিল একরত্তি পড়ুয়া, এক মহূর্তেই সব শেষ...!

তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁরা ৬ বিধানসভা কেন্দ্রেই সহজ জয় পাবে। এদিকে বিজেপি মাদারিহাট কেন্দ্র ধরে রাখতে মরিয়া। বামফ্রন্ট ভোটের শতাংশ বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছে। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অভিষেক হতেই ৬ বিধানসভার উপনির্বাচনের দায়িত্ব কাঁধে এসে পড়ছে শুভঙ্কর সরকারের ওপর। তা-ও এবার একাকী লড়াই। সেক্ষেত্রে কংগ্রেসের ভোট কত শতাংশে দাঁড়ায় সেদিকে লক্ষ্য রেখেছে রাজনৈতির মহল। মোদ্দা কথা, এর আগে বাংলায় সারদা, নারদা, কয়লা পাচার, গরু পাচার, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বগটুই-সহ নানা 'বিগ-বিগ' ইস্যুতে নির্বাচন হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রেখেছে। আরজি কর আবহে ৬ কেন্দ্রের উপনির্বাচনে কী পরিস্থিতি হয়, সেদিকেই নজর সকলের।

CPIM West Bengal Assembly By Election bjp tmc By-Election CONGRESS
Advertisment