Advertisment

Mamata Banerjee: 'একটা টাকাও দেয়নি, খোঁজও নেয়নি', বাংলার বন্যা নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: এর আগে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঘুরে বানভাসি পরিস্থিতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee attacks central govt regarding bengal's flood situation, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: এর আগে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গেও একাধিক নদীর জলস্তর বেড়েছে। নীদর পাড় উপচে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এবার সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে যাওয়ার আগে ফের একবার মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র।

Advertisment

কী বললেন মুখ্যমন্ত্রী?

"বাংলার বন্যার কেউ খোঁজ নেয়নি। ফরাক্কার ব্যারাজ ঠিকমতো ড্রেজিং করে না কেন্দ্রীয় সরকার। তাই পলি জমে গিয়েছে। একটা টাকাও কেউ দেয়নি, কেউ খোঁজও নেয়নি। শুধু নির্বাচনের সময় আসবে আর বড় বড় কথা বলে চলে যাবে।"

এদিকে, টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গেও একাধিক নদী জলস্তর বেড়ে গিয়েছে। বহু জায়গায় নদীর জল উপচে পাড়ে এসে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য নেপাল থেকে ছাড়া জল দায়ী। মুখ্যমন্ত্রীর কথায়, "নেপাল থেকে বিহার হয়ে বাংলায় জল ঢুকছে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জল জমছে।"

আরও পড়ুন-উৎসবের মরশুমে হাওড়া, শিয়ালদহ ও অন্যত্র থেকে স্পেশাল ট্রেনের ছড়াছড়ি! ঝটপট জানুন বিশদে

আরও পড়ুন- আসছে 'গুলাব গ্যাং', 'রোমিও'রা সাবধান! নারী সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ পুলিশের

আরও পড়ুন- Sayani Ghosh: 'গদ্দার হঠাও ভাঙড় বাঁচাও', শওকতকে পাশে বসিয়ে নাম না করে আরাবুলকে তুলোধনা সায়নীর

দক্ষিণবঙ্গ সফর সেরে আজই উত্তরবঙ্গে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বেশ কিছু জলমগ্ন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। আজ সন্ধেয় উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে সফর করেছেন মুখ্যমন্ত্রী। ঘুরে ঘুরে দেখেছেন সেখানকার বন্যা পরিস্থিতি। DVC রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার জেরে উৎসবের মরশুমে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এব্যাপারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত চিঠি লিখেছেন। সেই সঙ্গে তিনি তুলোধনা করেছেন DVC কর্তাদেরও। 

Flood Like Situation Bengal Floods Bengal Flood CM Mamata banerjee
Advertisment