Dilip Ghosh:বাংলাদেশে রবি ঠাকুর, সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙচুর, 'হামলাকারীদেরই ভোটার বানাচ্ছেন মমতা', সোচ্চার দিলীপ

Dilip Ghosh-Mamata Banerjee: আবারও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এরাজ্যের ভোটার ইস্যুতে যারপরনাই আক্রমণ শানিয়েছেন মমতা ব্যানার্জিকেও।

Dilip Ghosh-Mamata Banerjee: আবারও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এরাজ্যের ভোটার ইস্যুতে যারপরনাই আক্রমণ শানিয়েছেন মমতা ব্যানার্জিকেও।

author-image
Joyprakash Das
New Update
Dilip Ghosh attacks Mamata Banerjee on SSC Recruitment Case Verdict

Dilip Ghosh-Mamata Banerjee: দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও প্রাক্তন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রবাদ-প্রতীম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়-সহ বিভিন্ন মণীষীদের বাড়ি ভাঙচুর যারা করছে তাদেরই এই রাজ্যে ভোটার বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।

Advertisment

শেখ হাসিনা জামানার অবসানের পর থেকে বাংলাদেশের দিকে দিকে ব্যাপক হিংসা, অশান্তি চলছেই। গত এক বছরে সে দেশের বিভিন্ন প্রান্তে প্রখ্যাত সব মনীষীদের বাড়িতে বেপরোয়া ভাবে ভাঙচুর,লুঠতরাজ, অগ্নিসংযোগের মত ঘটনাও ঘটেছে। এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে ফের একবার তৃণমূলের কড়া সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন, "বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙেছে। এর আগে বহু মহাপুরুষের বাড়ি ভেঙেছে। এটা নতুন কিছু নয়। ভেঙেই চলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদের বাঙালি মনে করেন না। এদের সম্মান নেই। না তাঁরা ভোট দিতে পারেন না বলে কিছু বলেন না। যাঁরা ওখানে উৎপাত করছে তাঁদের এখানে ভোটার বানিয়েছে। তাদের নিয়ে চুপ। বলার কিছু নেই।"

Advertisment

আরও পড়ুন- successful surgery:কলকাতা থেকে প্রায় সাড়ে তিনশো কিমি দূরের সরকারি হাসপাতালে এ এক অসাধ্য সাধন!

দিলীপ ঘোষ এদিন আরও বলেছেন, "এটা প্রথম নাকি। পুরো দেশটার নাম পাল্টে গেল। যতদিন থাকবে ওরা নিজেরাই নিজেদের সর্বনাশ করবে। মুর্শিদাবাদ থেকে সমস্ত কার্ড পাওয়া যাচ্ছে। ভারতে যেখানেই বাংলাদেশি থাক তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করতেই হবে।"

আরও পড়ুন- Candidate Announcement:'২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থীর নাম ঘোষণাই করে দিল তৃণমূল?

Bangladesh dilip ghosh CM Mamata banerjee