/indian-express-bangla/media/media_files/2025/10/13/mamata-2025-10-13-15-13-54.jpg)
Relief distribution: নাগরাকাটায় ত্রাণ বিলি করছেন মুখ্যমন্ত্রী।
Nagrakata-Relief distribution:ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। সোমবার দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই উত্তরবঙ্গের দুর্যোগের জেরে মৃতদের পরিবারের একজন সদস্যকে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। এছাড়াও মৃতদের পরিবার পিছু রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
এবার উত্তরবঙ্গে দুর্যোগের পর ত্রাণ সামগ্রী বণ্টনের তদারকি করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একদম ভাই দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার গতকাল ফের একবার উত্তরবঙ্গের সফরে গিয়েছেন তিনি।
সোমবার নাগরাকাটায় দুর্যোগে মৃতদের পরিবারের একজন করে সদস্যকে হোমকার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। দুর্যোগ বিধ্বস্তদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ত্রাণ সামগ্রী বিলি করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গে এই দুর্যোগের জেরে যাদের বাড়ি-ঘর ভেঙে গিয়েছে রাজ্য সরকারের তরফে সেগুলি মেরামত করে দেওয়া হবে।
Posted by Mamata Banerjee on Monday, October 13, 2025
দুর্গাপুজো মিটতেই প্রকৃতির ভয়াল রোষে পড়ে উত্তরবঙ্গ। বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আলিপুরদুয়ার, জলপাইগুড়িরও বিভিন্ন এলাকায় তাণ্ডবের স্মৃতি এখনও টাটকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিঙের মিরিক। শুধু মিরিকেই প্রকৃতির রোষের বলি হয়েছেন ৭ জন।