WAQF Amendment Act 2025:মঙ্গলবার থেকে দেশজুড়ে ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act) কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই আগুনে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে দিকে দিকে। গতকালই মুর্শিদাবাদের জঙ্গিপুরের ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্তির আগুন জ্বলে উঠেছিল। বুধবার এই ব্যাপারে মুসলিম সমাজকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মহাবীর জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বুধবার যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী এদিন সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে বলেছেন, "আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপনারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন তৈরি হয়। সবাইকে একসঙ্গে বাঁচতে হবে। আমাদের সম্পত্তি নেওয়ার অধিকার কারও নেই। অন্যের সম্পত্তি নেওয়ার অধিকারও কারও নেই। দিদি আপনাদের এবং আপনাদের সম্পত্তি রক্ষা করবে। আমি বলছি, দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের সম্পত্তি রক্ষা করব। কেউ কোনও উস্কানিতে পা দেবেন না।"
মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে এদিন আরও বলেছেন, "আমরা সব ধর্মের অনুষ্ঠান মেনে চলি। এক বিশ্ব এক মন্ত্র সকলের জন্য শান্তি এক। আমাকে গুলি করলেও ঐক্যের পর থেকে সরব না। সব ধর্মের অনুষ্ঠানে সামিল হই। সব ধর্ম সব জাতি মানুষের জন্য। বাংলায় সবাই এক, এটাই আমাদের ঐক্য। কেউ কেউ বাংলার বদনাম করছে। বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। দুর্গাপুজোয় গেলে ইফতারে যাব না কেন? ইফতারে নিমন্ত্রণ জানালে কেন যাব না? বাংলা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। বাংলায় বিভাজনের রাজনীতি হবে না। আমরা সব ধর্মকে সম্মান জানাই।"
আরও পড়ুন- West Bengal News Live: কসবা-কাণ্ডের প্রতিবাদ, BJP-র লালবাজার অভিযানে অশান্তি, শঙ্কর-অগ্নিমিত্রাদের টেনে-হিঁচড়ে সরাল পুলিশ
ওয়াকফ সংশোধনী কার্যকর হতেই মুর্শিদাবাদের জঙ্গিপুরে গতকাল প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে জঙ্গিপুরে গতকাল পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বেধে যায় আন্দোলনকারীদের। পুলিশের গাড়িতে চলে ভাঙচুর-আগুন। বুধবার সকাল থেকে জঙ্গিপুরজুড়ে থমথমে পরিস্থিতি ছিল। রাতভর পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এলাকাজুড়ে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন- SSC Recruitment Case: চাকরিহারাদের উপর্যুপরি বিক্ষোভে উত্তাল বাংলা! শহর থেকে জেলা, অশান্তি সর্বত্র
জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশ সুপার জানিয়েছেন, গতকালের ঘটনার জেরে এখনও পর্যন্ত প্রায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কে গাড়ি স্বাভাবিক গতিতেই চলছে। এলাকায় জারি আছে ১৬৩ ধারা। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।
আরও পড়ুন- SSC Recruitment Case:চাকরিহারাদের আগুনে বিক্ষোভ! কসবায় DI অফিসে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ