SSC Recruitment Case: চাকরিহারাদের উপর্যুপরি বিক্ষোভে উত্তাল বাংলা। শহর থেকে জেলা, সর্বত্র চাকরিহারাদের প্রবল বিক্ষোভ দিকে-দিকে। মঙ্গলবারের পর বুধবারেও জেলায়-জেলায় চলল প্রতিবাদ-বিক্ষোভ। একাধিক জায়গায় বিক্ষোভ সামাল দিতে রীতিমতো নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল পুলিশেরও।
মঙ্গলবার সকালে কলকাতার কসবায় DI অফিসে জমায়েত করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। ডিআই অফিসের গেটে তালা ভেঙে ভেতরে ঢুকে যান চাকরিহারারা। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। টেনে-হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের লাঠির ঘায়ে আহতও হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। এরই প্রতিবাদে এদিন দুপুরে লালবাজারের সামনে বিক্ষোভ দেখিয়েছেন BJP বিধায়করা। লালবাজারের সামনের রাস্তা থেকে বিজেপি বিধায়কদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করেও প্রবল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল।
বুধবার, মালদায় চাকরিহারাদের বিক্ষোভ প্রবল আকার ধারণ করে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মালদহের DI অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ চাকরিহারাদের। বাধা দিতেই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চাকরিহারাদের। মালদহের অতুলচন্দ্র মার্কেট এলাকায় অবস্থিত ডিআই অফিস।
আরও পড়ুন- West Bengal News Live: কসবা-কাণ্ডের প্রতিবাদ, BJP-র লালবাজার অভিযানে অশান্তি, শঙ্কর-অগ্নিমিত্রাদের টেনে-হিঁচড়ে সরাল পুলিশ
ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দফতর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুণ, তরুণী মিছিল করে জেলা শিক্ষা দফতরের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।
আরও পড়ুন- SSC Recruitment Case:চাকরিহারাদের আগুনে বিক্ষোভ! কসবায় DI অফিসে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ
তখনই পুলিশ বাধা দেয়। শিক্ষা দফতরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রীতিমতো চরম উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। রাজ্য সরকার ও শিক্ষা দফতরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার হন চাকরিহারা প্রার্থীরা।
আরও পড়ুন- Kunal Ghosh: 'করোনার সময় কেন মাইনে নিয়েছেন?', জবাবে কুণালকে ধুয়ে দিলেন প্রাক্তন শিক্ষক নেতা
অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলা স্কুল পরিদর্শকের অফিসে তালা মেরে দেয় বিক্ষোভকারীরা। তার আগে আসানসোলে আশ্রম মোড় অবরোধ করেছিলেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। চাকরিহারাদের বিক্ষোভের আঁচ আছড়ে পড়েছে শিলিগুড়িতেও। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় চাকরিহারারা। শিলিগুড়ির ভেনাস মোড়ে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ। রীতিমতো যানজট তৈরি হয়ে যায়। এরপর ডিআই অফিসের সামনে গিয়ে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।